বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অভিষেক প্রসঙ্গে বাংলার বিজেপি নেতৃত্বকে ধুয়ে দিল সঙ্ঘের মুখপত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিদিন দু’বেলায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডপাত করছেন বঙ্গ বিজেপির নেতারা, তখন তাঁদের বিপরীত পথে হাঁটল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)। তাদের বাংলা মুখপত্র ‘স্বস্তিকা’তে লেখা হল, ‘অভিষেক আটক! ইন্দ্রিয়সুখ না রাজনৈতিক প্রয়োজন? অবোধের গোবধে আনন্দ!’ বিষয়টি নিয়ে অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপির অন্দরে। 
২ ও ৩ অক্টোবর দেশের রাজধানীর বুকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের প্রাপ্য আদায়ের দাবিতে আন্দোলন দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই আলোচনায় চলে এল ‘স্বস্তিকা’র একটি লেখা। সেপ্টেম্বর মাসের সংস্করণে ‘স্বস্তিকা’ পত্রিকায় অভিষেক শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়েছে। লিখেছেন নির্মাল্য মুখোপাধ্যায়। পত্রিকার সম্পাদকীয়’র পরেই তা ছাপা হয়েছে। যেখানে ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছে, ‘অনেকের কাছে অভিষেকবাবুর যেনতেন প্রকার আটক, ইন্দ্রিয়সুখের শামিল। কেন তিনি আটক হবেন, নির্দিষ্টভাবে তাঁরা জানেন না। বিষয়টি তদন্তকারী সংস্থার আওতাধীন। এটা কেবল তাদের ইচ্ছা।’ এছাড়াও লেখার একটি অংশে অভিষেক প্রসঙ্গে রয়েছে, ‘খাতায়-কলমে’ তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কিছু অসংলগ্ন উল্লেখ ছাড়া।’ 
এযাবতকালে কয়লা, গোরু পাচার, নিয়োগ দুর্নীতি মামলায় বঙ্গ বিজেপি নেতাদের আক্রমণের নিশানায় থাকছেন অভিষেক। ব্যক্তিগতস্তরেও তাঁকে  আক্রমণ করতে দেখা যাচ্ছে কোনও কোনও বিজেপি নেতাকে। কিন্তু রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে একমত নয় সঙ্ঘ। একেবারে উল্টো সুর আরএসএসের মুখপত্রে। এমনকী কটাক্ষ করা হয়েছে বিধানসভার বিরোধী দলনেতাকেও। যেখানে লেখা হয়েছে, ‘রাজ্যজুড়ে সারাদিন কীর্তনের মতো বেজে চলেছে—‘পিসি, ভাইপো চোর’। ইডি, সিবিআই নিয়ে বিরোধী দলনেতার হতাশাকে তাই মান্যতা দিতেই হবে!’ লেখকের মতে, ‘অনেকের কাছে মূল সমস্যা, অভিষেক কেন জেলের বাইরে? এটা অবান্তর চিন্তা। তদন্তকারীদের মতে, গ্রেপ্তার তদন্তের অংশ, পুরো তদন্ত নয়। মনে হয়, এই একমুখী ভাবনা এখানকার বিরোধীদের সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখছে।’ 
এই লেখা প্রসঙ্গে বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের যুক্তি, স্বস্তিকা একটি মুক্তমণের পত্রিকা। বাইরে থেকে অনেক লেখা ছাপানো হয়। ফলে এবারের লেখায় শুধুমাত্র লেখক তাঁর অভিমত ব্যক্ত করেছেন। পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, কয়েকদিন আগে বিজেপির সঙ্গে সমন্বয় বৈঠকে আরএসএস নেতৃত্ব বলেছেন, কেন্দ্রীয় এজেন্সির যে অস্ত্র আজ দেখাচ্ছেন, আগামীদিন, এই অস্ত্রে আপনারা ঘায়েল হবেন না তো! 

4th     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ