বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সার্চ কমিটি ও মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলে রাজ্যপালের সই দাবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সার্চ কমিটির বিলে রাজ্যপাল তথা আচার্যের সই পেতে রাজ্যের শিক্ষাবিদরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করলেন। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী সভাগৃহে সাংবাদিক বৈঠক ডাকেন প্রাক্তন উপাচার্য তথা শিক্ষাবিদদের মঞ্চ দি এডুকেশনিস্টস ফোরাম। সেখানে বলা হয়েছে, রাজ্য বিধানসভায় পাশ হওয়া সার্চ কমিটি গঠনের বিলে রাজ্যপাল সই করছেন না। বিলটি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট খারিজ করেনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলেও রাজ্যপাল যাতে সই করেন, সে ব্যাপারেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে ফোরাম। পাশাপাশি, বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও আচার্য সি ভি আনন্দ বোস রবিবার যেভাবে ছ’টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন, সেই পদক্ষেপের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
তেলেঙ্গানা সরকারের সঙ্গে সেখানকার রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল, রাজ্যের সাংবিধানিক প্রধান যত দ্রুত সম্ভব বিলে সই করবেন। ফোরামের বক্তব্য, তেলেঙ্গানার রাজ্যপাল সেই নির্দেশকে সম্মান জানিয়ে বিলে সই করেছেন এবং সুপ্রিম কোর্টকেও তা জানিয়েছেন। তবে, সে-পথে হাঁটছেন না বাংলার রাজ্যপাল বোস। একের পর এক বিল আটকে রেখেছেন তিনি। সংবিধানের বিভিন্ন অংশ তুলে ধরে ফোরামের শিক্ষাবিদরা দাবি করেছেন, বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল এভাবে আটকে রাখতে পারেন না। প্রসঙ্গত, আজ বুধবারই সার্চ কমিটি গঠনের জন্য ইউজিসি, আচার্য এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের নাম সুপ্রিম কোর্টে জমা পড়ার কথা। তা নিয়ে শুনানির সম্ভাবনা ৬ অক্টোবর। আপাতত ওই শুনানির দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সকলে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই মামলা চলাকালীনই আচার্য যেভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ করে চলেছেন, সেই বিষয়টি শীর্ষ আদালতের নজরে আনা হবে। 

4th     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ