বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সম্পূর্ণ ত্রুটিমুক্ত উপায়ে কেন্দ্রীয় অর্থ খরচের নির্দেশ সব দপ্তরকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ দিনের কাজ এবং আবাসের টাকার দাবিতে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে। তারই মধ্যে কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্পের অর্থ খরচ নিয়ে প্রতিটি দপ্তরকে সতর্ক করল নবান্ন। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আরও একাধিক বিষয়ে তৎপর হতে বলা হল—এই ধরনের প্রকল্পগুলিতে বরাদ্দ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে হবে। খরচ করতে হবে যাবতীয় নিয়ম মেনেই। খরচের হিসেবও জমা দিতে হবে তৎপরতার সঙ্গে। 
এক কিস্তির টাকা খরচের পর হিসেবের খুঁটিনাটি যথাসময়ে নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হয়। তবেই মেলে পরবর্তী কিস্তির বরাদ্দ। বরাদ্দ অর্থ প্রকল্পভিত্তিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকাকালীন যে সুদ হয়, তাও নির্দিষ্ট সময়ে ফেরত দিতে হয়। সূত্রের খবর, তৃণমূল যখন বাংলার ন্যায্য প্রাপ্যের দাবিতে রাজধানীতে আন্দোলন করছে, ঠিক তখনই নবান্ন সতর্ক বাকি বিষয়গুলি নিয়েও। দপ্তরগুলিকে বলা হল, অন্যান্য কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্পে কোনওভাবেই যেন টাকা পড়ে না থাকে। খেয়াল রাখতে হবে, দিল্লি যেন কোনওভাবে অনিয়ম বেনিয়ম প্রসঙ্গে রাজ্যের দিকে আঙুল তুলতে না পারে। এইমতোই দপ্তরগুলিকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। 
মঙ্গলবার সকালে নবান্নে রাজ্যের অধিকাংশ দপ্তরের সচিব এবং পদস্থ কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। ছিলেন অর্থসচিব মনোজ পন্থ এবং ওই দপ্তরের অন্য পদস্থ কর্তারাও। এই বৈঠকেই দপ্তরগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থ খরচ নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে গৃহীত প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের অংশের টাকা বাবদ সুদ যেমন কেন্দ্রের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিতে হয়, ঠিক একইভাবে রাজ্যের অংশের টাকার সুদ ফেরত দিতে হয় রাজ্যের কোষাগারে। এদিনের বৈঠকে এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।  
সূত্রের খবর, স্বাস্থ্য, স্কুলশিক্ষা, পিএইচই এবং পঞ্চায়েতের মতো কয়েকটি দপ্তর একাধিক প্রকল্পের অর্থ যথাসময়ে আশানুরূপ পরিমাণ খরচ করতে পারেনি। এই সমস্যাটি নিয়েও এদিন বিস্তর আলোচনা হয়েছে। অব্যবহৃত অর্থ খরচ করতে কাজে দ্রুতগতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা যেকোনও বাধা ছাড়াই পাওয়ার দিকটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নবান্ন।

4th     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ