বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যে ডেঙ্গু রুখতে হাইকোর্টে মামলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে নবান্ন। ডেঙ্গুতে মৃত্যু রোখার ব্যাপারটি নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রোগে আক্রান্তদের উপর ২৪ ঘণ্টার নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে ডেঙ্গুর দাপট রুখতে হাইকোর্টের হস্তক্ষেপের দাবিতে এবার দায়ের হল জনস্বার্থ মামলা। বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে অবিলম্বে মেডিক্যাল কমিশন গড়ে নজরদারির ব্যবস্থা নিতে হবে। ওইসঙ্গে আরও একাধিক দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন ডাক্তার সঞ্জীব মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী শমীক বাগচি। 
এরপরই দায়ের হয়েছে মামলা। তাতে মামলাকারীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন পুরসভা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। পঞ্চায়েতগুলিও ডেঙ্গু সামলাতে পারছে না। এনিয়ে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে। বিভিন্ন হাসপাতালে প্লেটলেটের আকাল। এই ব্যাপারে ডেঙ্গুপ্রবণ এলাকাগুলিতে আবর্জনা ও জমা জল পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিক আদালত। রক্ত পরীক্ষার মোবাইল ইউনিট চালু করারও আর্জি জানানো হয়েছে মামলায়। এই মামলার শুনানির সম্ভাবনা আগামী সপ্তাহে। 

4th     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ