বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাংলায় তৈরি টোটো রিকশ এবার চলবে ঘানার রাস্তায়

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর আফ্রিকা মহাদেশের ঘানায় রপ্তানি হচ্ছে বাংলায় তৈরি টোটো রিকশ। স্রেফ রপ্তানি বললে কম বলা হয়! কারণ, আন্তর্জাতিক বাণিজ্যে চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে রীতিমতো ধরাশায়ী করে এই বিপণন সম্ভব হয়েছে। চুঁচুড়ার সুগন্ধ্যা মোড়ে শেখ নাসিরুদ্দিনের কারখানায় তৈরি হচ্ছে এই টোটো রিকশ। খিদিরপুর ডকে ইতিমধ্যে কন্টেনার-বন্দি হয়ে গিয়েছে সেগুলি। চলতি সপ্তাহেই জাহাজে করে তা ঘানার উদ্দেশে রওনা দেবে। শুধু তাই নয়, পুজোর পর ১০০টি টোটো নেপালে পাঠানোর বরাত পেয়েছেন নাসিরুদ্দিন সাহেব। তাই এখন দিল্লি রোডের পাশে টোটো তৈরির কারখানায় শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই। রাত-দিন এক করে কাজ চলছে সেখানে। 
বাংলার শিল্প ও বাণিজ্যের মানচিত্রে হুগলি চিরকালই উজ্জ্বল অস্তিত্ব বজায় রেখেছে। ব্যবসার স্বার্থে এই জেলায় বিভিন্ন সময় ঘাঁটি গেড়েছে পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ব্রিটিশরা। পরবর্তীকালে এখানে গড়ে উঠেছিল হিন্দমোটর, ডানলপের মতো ভারতবিখ্যাত কারখানাগুলি। বর্তমানে অনেক কারখানা বন্ধ। চটকলগুলি ধুঁকছে। সিঙ্গুরে টাটার প্রস্তাবিত কারখানা আজ ইতিহাস! এই আবহে ২০১৪ সালে সুগন্ধ্যা মোড়ে টোটো তৈরির কারখানা শুরু করেন স্থানীয় বাসিন্দা নাসিরুদ্দিন সাহেব। তখন এই কারকানায় ২০-২৫ জন কাজ করতেন। মাসে ৫০ থেকে ৭০টি টোটো তৈরি হতো। আর এখন সেখানে কর্মীর সংখ্যা ২২০। কাজের চাপ বাড়লে অস্থায়ীভাবে আরও কয়েকশো কর্মীকে কাজে লাগানো হয়। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০টি টোটো তৈরি হয় এখন। প্রথমে রাজ্যের মধ্যেই বরাত অনুযায়ী টোটো বিক্রির পরিকল্পনা ছিল নাসিরুদ্দিনের। পরে ডিলারদের মাধ্যমে সারা দেশে বিক্রি শুরু হয়। গত তিন বছর ধরে চীনের ব্যবসায়ীদের টেক্কা দিয়ে নেপালে টোটো যাচ্ছে চুঁচুড়া থেকে। সেই সূত্রেই এবার টোটো রপ্তানি হচ্ছে আফ্রিকার ঘানায়। নাসিরুদ্দিন সাহেব বলেন, ‘মাসখানেক আগে ঘানার মদিনা থেকে একটি কোম্পানির কয়েকজন প্রতিনিধি আমার কারখানায় আসেন। তাঁরা আমাদের তৈরি ই-রিকশর গুণগত মান খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন। দেশে ফিরে গিয়ে তাঁরা এক কন্টেনার টোটো বরাত দেন। সেইমতো রবিবার আমার কারখানা থেকে খিদিরপুরে টোটো পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে জাহাজে করে তা ঘানার উদ্দেশে রওনা দেবে।’ তিনি আরও জানান, ঘানার ওই সংস্থা আগে চীনের একটি কোম্পানির থেকে টোটো বা ই-রিকশ নিত। কিন্তু আমাদের টোটোর গুণমান সেই তুলনায় অনেক ভালো বলে তাঁরাই জানিয়েছেন। নাসিরুদ্দিন সাহেব আশাবাদী, এরপর আফ্রিকার অন্যান্য দেশ থেকেও অনেক টোটোর বরাত আসবে। 

3rd     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ