বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

গান্ধী জয়ন্তীতে প্রত্যেক নাগরিকের অধিকার সুনিশ্চিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: জাতিরজনক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিবস সোমবার যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল রাজ্যজুড়ে। প্রভাতফেরি, গান্ধীজির মূর্তিতে মাল্যদান, তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, প্রদর্শনী, দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকার মতো নানা বিষয় নিয়ে একাধিক অনুষ্ঠান হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গান্ধীজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধীজীর স্বাধীনতা আন্দোলন ও ন্যায়ের পথ প্রশস্ত করার বিষয়টি সামনে আনেন তিনি। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, সামাজিক ন্যায়বিচার, শান্তি, সম্প্রীতি, ঐক্যের কথা বলে গিয়েছেন গান্ধীজী। তাঁর দেখানো পথকে আমরা যেন অনুসরণ করি। আসুন, আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকে, কেউ পিছিয়ে না যায়। 
এদিন বারাকপুরের গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমূখ। সেখানে চরকায় সুতো কাটেন রাজ্যপাল। সেখানে বাজানো হয় রামধুন—‘রঘুপতি রাঘব রাজা রাম....’। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বললেন, ‘সব কো সম্মতি দে ভগবান....’। রাজ্যপালের সঙ্গে থাকলেও এই বিষয়ে কোনওরকম মন্তব্যে রাজি হননি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, আজকে শুধুই গান্ধীজি, অন্য কোনও কথা নয়।
এদিকে, ধর্মতলার মেয়ো রোডে গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল। রাজভবনেও একটি অনুষ্ঠান হয়। রাজ্যপাল যাওয়ার আগে মেয়ো রোডে গিয়ে গান্ধী মূর্তি মাল্যদান করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, আশিস চক্রবর্তী। পরে সেখানে বিজেপির প্রতিনিধি দলও গিয়েছিল। এদিকে বারাকপুর চিড়িয়া মোড়ের নাম ‘গান্ধী মোড়’ করার প্রস্তাব দিয়েছেন বিধায়ক রাজ চক্রবর্তী। রবিবার রাত বারোটা পাঁচ মিনিটে বেদি সহ ১৩ ফুট উচ্চতার গান্ধীজীর আবক্ষমুর্তির আবরণ উন্মোচন করেছেন তিনি। 

3rd     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ