বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ফিরহাদ হাকিমের দুই পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে নবান্নে চিঠি রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই সঙ্গে তিনি কলকাতার মেয়র এবং রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী। তাহলে কি তিনি দুই তরফ থেকেই আর্থিক ভাবে লাভবান হচ্ছেন? ফিরহাদ হাকিমকে নিয়ে এই প্রশ্ন তুলে নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, গত সপ্তাহেই এই চিঠি রাজ্যের সদর দপ্তরে পাঠিয়েছেন রাজ্যপাল। তবে সিভি আনন্দ বোসের এই কৌতুহলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ হাকিম। তাঁর কথায়, এর আগে রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকারও আমার একসঙ্গে মন্ত্রী এবং মেয়র পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে নবান্নে চিঠি পাঠিয়েছিল। ফলে বর্তমান রাজ্যপাল কী বললেন, তার পাল্টা কোনও উত্তর আমি দেব না। এ সমস্ত বিষয় আমার মুখ্যমন্ত্রী জানলেই হবে।  প্রসঙ্গত, ২০১১ সালে পরিবর্তন পর্ব থেকেই মন্ত্রীত্ব সামলাচ্ছেন ফিরহাদ হাকিম। ২০১৮ সালে তাঁকে কলকাতা পুরসভার মেয়র পদে বসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

3rd     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ