বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

উৎসবের মরশুমে ৩ লক্ষ কোটির  বিকিকিনির আশায় ব্যবসায়ীমহল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-কমার্স সাইটগুলিতে উৎসবের মরশুমে অফারের ছড়াছড়ি। জামাকাপড় থেকে শুরু করে বৈদ্যুতিন যন্ত্রপাতিতে নজরকাড়া ছাড়ের যেন প্রতিযোগিতা চলেছে! তার জেরে কি কিছুটা কোণঠাসা আবহমানকাল ধরে চলে আসা দোকানদারি? সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া না-গেলেও ব্যবসায়ীরা বলছেন, এবারের উৎসবের মরশুমে যে পরিমাণ বিক্রিবাটা হবে, তার অঙ্ক তিন লক্ষ কোটি টাকার কম নয়। দেশের অর্থনীতিতে এই অঙ্ক মোটেই হেলাফেলার নয়, বলছেন তাঁরা।
ই-কমার্সের জেরে কি আঞ্চলিক দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরগুলির বিক্রি কমে যাচ্ছে? ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়ালের কথায়, আমাদের কাজে যেটুকু হিসেব আছে, তাতে দেশের প্রায় তিন কোটি নাগরিক অনলাইনে কিছু না কিছু কেনেন। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, উৎসবের মরশুমে কেনাকাটার পরিমাণ মাথা পিছু সর্বাধিক আট হাজার টাকা হয়। এক্ষেত্রে অনলাইন ব্যবসায় খুব বেশি বিক্রিবাটা হলেও তার অঙ্ক ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে না।
এদিকে ১৪০ কোটি মানুষের দেশে বাজারহাট ঘুরে কেনাকাটা করেন ৬০ কোটি মানুষ। তাঁরা যদি উৎসবকে কেন্দ্র করে গড়ে পাঁচ হাজার টাকার কেনাকাটা করেন, তাহলেই কিন্তু সেই অঙ্ক তিন লক্ষ কোটিতে পৌঁছবে। এক্ষেত্রে আমরা কেনাকাটার একেবারে ন্যূনতম হিসেব ধরেছি। বলেন বণিক সংস্থার কর্তা। তিনি আরও বলেন, দেশবাসীর সবাই উৎসবের মরশুমে কিছু না কিছু কেনেনই। আমরা সেই দিকটিকে বাদই রেখেছি। তাছাড়া উৎসবের কেনাকাটা মানে কিন্তু পোশাক কেনা, খাওয়াদাওয়া বা পর্যটন নয়। গয়না, গাড়ি, বৈদুতিন যন্ত্র, মোবাইল, আসবাব বা দামি কিছু কেনার মানসিকতাও থাকে বহু মানুষের। 
গণেশ চতুর্থী থেকে যে উৎসব শুরু হয়েছে, দুর্গাপুজো, নবরাত্রি, ধনতেরাস, দেওয়ালি ও দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো থেকে ক্রিসমাস ও নিউ ইয়ার উদযাপন পর্যন্ত সময়কে এর মধ্যে ধরা হয়েছে। ফলে অনলাইন কেনাকাটা বনাম বাজার ঘুরে জিনিস কেনার মধ্যে যে বির্তকই থাক না কেন, দেশের মানুষ এখনও সবচেয়ে বেশি গুরুত্ব দেন বাজারহাটকেই। জানান কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সেক্রেটারি জেনারেল। 

3rd     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ