বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বঞ্চিত মানুষকে ভয়? দিল্লির ট্রেন দিল না কেন্দ্র, ক্ষুব্ধ অভিষেক, কর্মসূচি হবেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘হক আদায়ের আন্দোলনে দিল্লি পৌঁছবে প্রতিবাদী মানুষ। পারলে, আটকে দেখাও’—শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তলব ইস্তক তাঁর ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে জল্পনা চলছিল। তাতে জল ঢালতেই অভিষেকের এই বার্তা। তারপরও অবশ্য আশঙ্কা দানা বাঁধছিল—দিল্লির ধর্না কর্মসূচি ভেস্তে দিতে আবার না কোনও নতুন প্রতিবন্ধকতা তৈরি করে কেন্দ্র! সেই আশঙ্কাই সত্যি হল বিকেলে। ইডির পর এবার রেল! অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রকের তরফে তৃণমূলকে জানিয়ে দেওয়া হল—দিল্লি যাত্রার জন্য কোনও স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না। সেটাও মাত্র ১৪ ঘণ্টা আগে।
আজ, শনিবার সকাল ৮টায় হাওড়া থেকে সেই স্পেশাল ট্রেন ধরে দিল্লি যাত্রার কথা ছিল কেন্দ্রীয় বঞ্চনার শিকার সাধারণ মানুষের, তৃণমূল নেতা-কর্মীদের। সেই বাবদ সিকিওরিটি ডিপোজিটের দু’লক্ষ টাকাও জমা দেওয়া হয় রেলের কোষাগারে। তা সত্ত্বেও ট্রেন বাতিলের এই সিদ্ধান্ত কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার নয়া উদাহরণ বলে সরব রাজ্যের শাসকদল। কর্মসূচি হচ্ছেই, তাও জানিয়ে দেয় তৃণমূল শিবির। রাতে সেই সুরেই অভিষেকের হুঙ্কার, ‘বঞ্চিত মানুষকে নিয়ে বিকল্প ব্যবস্থায় দিল্লি পৌঁছবই। পথে বাংলার মানুষ আক্রান্ত হলে, ছেড়ে কথা বলব না।’ গভীর রাতে জানা যায়, সকাল সাড়ে আটটা নাগাদ   অন্তত ৫০টি বাসে দিল্লির উদ্দেশে রওনা দেবেন বিক্ষোভকারীরা।  সূত্রের খবর, গত ২৩ সেপ্টেম্বর ২০টি স্লিপার কোচের একটি স্পেশাল ট্রেন বুকিংয়ের জন্য আইআরসিটিসিতে আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। বলা হয়, ৩০ সেপ্টেম্বর সকালে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে এবং ফিরবে ৩ অক্টোবর রাতে। ২৫ তারিখ আইআরসিটিসি তাঁকে স্পেশাল ট্রেনের ভাড়া এবং সিকিওরিটি ডিপোজিটের অঙ্ক এবং নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেয়। সেইমতো টাকা জমা দেয় তৃণমূল। যাত্রীদের জন্য খাবারের বুকিংও করা হয়। ওই দিনই আইআরসিটিসির তরফে পূর্ব রেলের চিফ ম্যানেজারকে (প্যাসেঞ্জার, ট্রান্সপোর্ট) এব্যাপারে লিখিতভাবে বিস্তারিত জানানো হয়। কিন্তু চারদিন চুপচাপ থাকার পর দিল্লি যাত্রার প্রাকলগ্নে ট্রেন নয়, এল সেই ‘প্রতিবন্ধকতা’ই!

30th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ