বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

শনিবার ছিল শপথ, রাজভবনের চিঠি সোমবার পেলেন ধূপগুড়ির বিধায়ক
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কবে হবে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ? কবেই বা এই নিয়ে রাজ্য-রাজভবন জটিলতা কাটবে? এই সমস্ত একাধিক প্রশ্নের মধ্যেই রাজভবনের চিঠি পৌঁছল নির্মলচন্দ্র রায়ের বাড়িতে। সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানিয়ে, ২২ তারিখ পাঠানো চিঠি নবনির্বাচিত বিধায়কের বাড়ির লোক হাতে পেয়েছেন সোমবার সকালে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এবিষয়ে জানতে চাওয়া হলে, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, একটা সামান্য বিষয় নিয়ে এতদিন ধরে টানাপড়েন সাধারণ মানুষের জন্য ভীষণ ক্ষতিকর। প্রথমত, রাজ্যপাল নজিরবিহীন ভাবে একজন বিধায়কের শপথ গ্রহণ নিজে করাতে চাইছেন। ১৯৯৮’তে রাসবিহারী এবং ২০২১ সালে খড়দহ থেকে দু’বার উপ নির্বাচনে জেতার পর আমাকেও বিধানসভার অধ্যক্ষই শপথগ্রহণ করিয়েছিলেন। এখন শপথের নির্দিষ্ট দিন চলে যাওয়ার পরে যদি বিধায়কের বাড়ির লোক রাজভবনের চিঠি হাতে পান, তাহলে তা দুর্ভাগ্যজনক। সে ক্ষেত্রে রাজভবনের তরফে আরও আগে চিঠি পাঠানো উচিত ছিল।
এই পরিস্থিতিতে কবে ফের রাজ্যপাল নতুন করে শপথ গ্রহণের তারিখ ঠিক করেন, সেটাই এখন দেখার। তবে সূত্রের খবর, পরিষদীয় দপ্তরের তরফে এই শপথগ্রহণ নিয়ে রাজভবনে যে ফাইল পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলেই সূত্রের খবর। তবে কী বার্তা দিয়ে সেই ফাইল ফেরত আসছে পরিষদীয় দপ্তরে? সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর যে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়টি উল্লেখ করেই ফাইলটি পরিষদীয় দপ্তরকে ফেরত পাঠানো হচ্ছে। তবে সোমবার করম পুজোর ছুটি থাকার কারণে সেই ফাইল রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া যায়নি বলেই সূত্রের খবর। এই সবের মধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সোমবার চিঠি লিখেছেন পরিষদীয় মন্ত্রী। সেই চিঠিতে রাজ্যপালকে ধূপগুড়ির বিধায়কের শপথ বাক্য পাঠ করাতে দ্রুত বিধানসভার অধ্যক্ষকে মনোনীত করার অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই চিঠি পাঠানো হয়েছে। এবিষয়ে শোভনদেববাবু জানিয়েছেন, ‘এমন সামান্য ব্যাপার নিয়ে রাজ্যপাল জটিলতা সৃষ্টি না করলে, সাধারণ মানুষ উপকৃত হবেন।’ ফলে এই চিঠি পাওয়ার পর রাজভবন কী পদক্ষেপ নেয়, নজর সেদিকেই।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ