বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সাইবার অপরাধ বৃদ্ধি, এডিজি নিয়োগের সিদ্ধান্ত সিআইডিতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আধার বায়োমেট্রিক প্রতারণা থেকে শুরু করে ব্যাঙ্ক জালিয়াতি কিংবা সেক্সটরশন! দিনের পর দিন বেড়েই চলেছে সাইবার অপরাধ। কখনও জামতাড়া গ্যাং আবার কখনও ভরতপুর, কখনও-বা হরিয়ানার মেওয়াট গ্যাংয়ের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এজন্য এবার সাইবার অপরাধে রাশ টানতে নয়া পদ তৈরি করল সিআইডি। সোমবার সাইবার অপরাধ সংক্রান্ত মামলার একটি শুনানি চলাকালে রাজ্য সরকার জানিয়েছে, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সিআইডিতে একটি নতুন এডিজি পদ তৈরি করা হয়েছে। 
ফেসবুকে বন্ধুত্ব করে সেক্সটরশনের ফাঁদে পড়েন হুগলির এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর কাছ থেকে অন্তত ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে মানসম্মান খোয়ানোর ভয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যাও করেন বলে অভিযোগ। এরপরই, তদন্তে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তির ছেলে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এদিন সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে সিআইডিতে নয়া পদ সৃষ্টির সিদ্ধান্ত জানানো হয়। এরপর বিচারপতি জানান, এটি একটি বিশাল চক্র। অন্য রাজ্যেও এর ডালপালা বিস্তৃত। প্রয়োজনে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গড়তে হবে। এই মামলার প্রেক্ষিতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে পুজোর ছুটির আগেই। পাশাপাশি জেলা পুলিসের যেসব অফিসার এই ঘটনার তদন্তে যুক্ত, এই মামলা শেষ না-হওয়া পর্যন্ত তাঁদের সরানো যাবে না বলেও নির্দেশে স্পষ্ট  করেছে আদালত।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ