বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অভিন্ন দেওয়ানি বিধি: প্রতিবাদে ২৯শে ধর্মতলায় সভা আদিবাসীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করার উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনে নামছে রাজ্যের আদিবাসীদের সংগঠন। ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন আগামী ২৯ সেপ্টেম্বর ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে। সোমবার সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, বিভিন্ন জেলা থেকে আদিবাসীরা ওইদিন কলকাতায় এসে সমাবেশে যোগ দেবেন। তাঁদের দাবি, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে আদিবাসীদের ঐক্য ও নিজস্ব পরিচিতি নষ্ট হয়ে যাবে। এছাড়াও ওইদিনের সমাবেশে আরও কয়েকটি দাবি উত্থাপন করবে তারা। কুড়মি, মাহাত প্রভৃতি জাতিকে তফসিলি উপজাতির স্কীকৃতি দেওয়ার যে দাবি উঠেছে, তার বিরোধিতা করেছে এই সংগঠন। তাদের অভিযোগ, আদিবাসী নন, এমন লক্ষাধিক ব্যক্তি তফসিলি উপজাতির ভুয়ো সার্টিফিকেট সংগ্রহ করেছেন। সরকার এব্যাপারে কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে শুধু চাকরি নয়, জনপ্রতিনিধিও হয়েছেন কেউ কেউ।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ