বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

লক্ষ্মীপুজোয় চন্দ্রগ্রহণ, চিঁড়ে-নারকেল খেলেই ধনবর্ষা

রাহুল চক্রবর্তী, কলকাতা: ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে...’! ধনসম্পদের প্রাচুর্যের আশায় কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন হয়। এবারও তার কোনও অন্যথা হবে না। কিন্তু এবারের কোজাগরী একটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন, তাঁদের স্মরণকালের মধ্যে এই প্রথম লক্ষ্মীপুজোর রাতে হতে চলেছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ দৃশ্যমান হবে এ রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই মহাজাগতিক সন্ধিক্ষণে লক্ষ্মীপুজোর পাশাপাশি নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে উপচে পড়বে ধনসম্পত্তি। কী সেই নিয়ম? পঞ্জিকা মতে, ‘নারিকেল সহিত চিপিটক ভক্ষণ, নারিকেলের জল পান ও অক্ষক্রীড়া দ্বারা রাত্রি জাগরণে ধনবৃদ্ধি।’ অর্থাৎ, কোজাগরী রাতে পুজো শেষে চিঁড়ে ও নারকেল খেলে এবং রাত জেগে পাশা খেললে ধনবর্ষার সমূহ সম্ভাবনা। তবে গ্রহণ দর্শনের পর স্নান করা বাধ্যতামূলক।
আগামী ২০ অক্টোবর (২ কার্তিক) মহাষষ্ঠী। তার আটদিনের মাথায় (২৮ অক্টোবর) কোজাগরী লক্ষ্মীপুজো। পঞ্জিকা অনুযায়ী, ওই দিন রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। আর রাত ১টা ৫ মিনিটে চাঁদে গ্রহণ লাগতে শুরু করবে। গ্রহণ ছাড়বে রাত ২টো ২৪ মিনিটে। পঞ্জিকা নির্ধারিত এই বিশেষ যোগের ভালো-মন্দ সম্পর্কে বিশ্বাসী লোকজন আগে থেকেই খোঁজখবর করতে শুরু করেছেন। কী করলে ভালো, কী করলে কু-প্রভাব পড়বে, এসব নিয়ে তাঁদের আগ্রহ তুঙ্গে। এই আবহে শাস্ত্র বিশারদরা বলছেন, গত ৫০ বছরে কোজাগরী লক্ষ্মীপুজো এবং চন্দ্রগ্রহণ একই দিনে পড়েনি। এক্ষেত্রে কিছু নিয়ম মানতে পারলে জীবনে ধনবর্ষার প্রবল সম্ভাবনা। সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী বলেন, ‘সন্ধ্যার সময় লক্ষ্মীপুজো সেরে রাত জাগতে পারলে ধনবৃদ্ধির সম্ভাবনা থাকেই। এবার চন্দ্রগ্রহণের কারণে সেই সম্ভাবনা আরও বেশি।’ গুপ্ত প্রেস পঞ্জিকার প্রধান রাজগণক অচিন্ত্য ভট্টাচার্য বলেন, ‘নারকেল বরাবরই শুভ কাজের বার্তা বহন করে। লক্ষ্মীপুজোয় রাত জেগে নারকেল, চিঁড়ে খাওয়ার প্রথা আছে। সেই নিয়ম সঠিকভাবে পালন করতে পারলে লক্ষ্মীমায়ের আশীর্বাদ বর্ষিত হবে।’ তাঁরা আরও জানিয়েছেন, পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু এবং গ্রহণ শুরুর মধ্যবর্তী সময়ে পুজোর কাজ শেষ করে ফেলতে হবে। তারপর নারকেল-চিঁড়ে খেয়ে  রাত্রি যাপন, চন্দ্রগ্রহণ দর্শন ও  স্নান সারতে পারলেই ধনসম্পদের অভাব হবে না। তবে আম জনতার বক্তব্য, শাস্ত্রে তো অনেক কথাই বলা থাকে! আর বিশ্বাসে মিলায় বস্তু। বাস্তবে কতটা ধনসম্পদ উপচে পড়ার মতো পরিস্থিতি হয়, তার উত্তর দেবে সময়।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ