বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পুনেতে ধৃত ৩ বাংলাদেশির কাছে পূর্ব বর্ধমানের ঠিকানায় তৈরি হওয়া জাল আধার ও প্যান কার্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুনেতে ধরা পড়া তিন বাংলাদেশির কাছ থেকে মিলল এই রাজ্যের আধার ও প্যান কার্ড। মোটা টাকার বিনিময়ে   পূর্ব বর্ধমানের ঠিকানায় এই জাল নথি  তৈরি করা হয়েছিল। তদন্তে এই তথ্য উঠে আসার পরই এ রাজ্যের পুলিসের সঙ্গে যোগাযোগ করছে পুনের শান্তিরক্ষকরা। কে বা কারা এই চক্রে জড়িত, তা জানতে পুনে পুলিসের একটি টিম খুব শীঘ্রই বাংলায় আসছে বলে জানা গিয়েছে। 
পুনে পুলিস কয়েকদিন আগে সেখানকার একটি নির্মীয়মান বহুতলের সাইট থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। শ্রমিক হিসেবে তারা সেখানে কাজ করছিল। তাদের কাছ থেকে জাল আধার, প্যান ও ভোটার কার্ড উদ্ধার হয়। জেরা করে পুনে পুলিস জানতে পারে, এই তিনজন বছর খানেক আগে ভারতে আসে। তারা ‘ধুর’-এর মাধ্যমে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটের ‘গলা ধাক্কা’ বর্ডার এলাকা দিয়ে এই রাজ্যে ঢোকে। এরপর সেখানকার একটি গ্রামের ইটভাটায় কাজ করছিল। সেখানে থাকাকালীন তারা এক ‘দালাল’-এর মাধ্যমে ভারতীয় জাল পরিচয়পত্র তৈরি করে নেয়। আধার ও প্যান কার্ড পিছু পাঁচ হাজার  টাকা এবং ভোটার কার্ড পিছু দু’হাজার টাকা খরচ করে তিন বাংলাদেশি। পূর্ব বর্ধমানের ঠিকানায় তৈরি হয় জাল পরিচয়পত্রগুলি। 
পুনে পুলিস জেনেছে, বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে ধৃতদের যোগাযোগ রয়েছে। ওই সংগঠনের নির্দেশমতোই তারা পশ্চিমবঙ্গ হয়ে মহারাষ্ট্রে ঢুকেছিল। তাদের সঙ্গে জেএমবি’র আরও কিছু সদস্য ঢুকেছে। কিন্তু তারা কোথায় রয়েছে, তা স্পষ্ট নয়। তিন বাংলাদেশিকে জেরা করে পুলিস জেনেছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নির্মাণ শ্রমিকদের সঙ্গে মিশে স্লিপার সেল তৈরির দায়িত্ব দিয়েছিল জেএমবি। সেই কারণেই তাদের পুনেতে আসা। পাশাপাশি তদন্তে আরও জানা গিয়েছে, এই তিন অভিযুক্তই শুধু নয়, বিগত দু-তিনমাসে পশ্চিমবঙ্গ হয়ে এদেশে ঢুকে জেএমবি’র একাধিক সদস্য ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তবে এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান পুলিস এক গুচ্ছ বাংলাদেশিকে চলতি বছরে গ্রেপ্তার করার পর জানতে পারে তাদের কাছে থাকা জাল ভারতীয় পরিচয়পত্রগুলি পশ্চিমবঙ্গ থেকেই জোগাড় করা। পুনে পুলিসের ধারণা, একটি বড় চক্র মধ্যমগ্রাম, বসিরহাট সহ বাংলার বিভিন্ন প্রান্তে বসে এই কাজ করছে। তাদের চিহ্নিত করতেই এ রাজ্যে আসছেন পুনে পুলিসের আধিকারিকরা।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ