বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বেআইনি কলসেন্টারের ‘কিংপিন’ কুণাল শুধু ইংল্যান্ডেই ১৩ হাজার লোককে ঠকিয়েছেন, তথ্য ইডির হাতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে ধৃত বেআইনি কলসেন্টারের ‘কিংপিন’ কুণাল গুপ্তার কোম্পানি শুধু ইংল্যান্ডেরই ১৩ হাজার লোককে ঠকিয়েছে। লোক ঠকানো সংক্রান্ত এরকম ৩০০টি অভিযোগ হয়েছে সেখানকার বিভিন্ন থানায়। টেক সাপোর্ট দেওয়ার নামে টাকা তুলত কুণালের কলসেন্টার। কয়েক লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট টার্গেটের কাছে টেক সাপোর্ট বাবদ আরও টাকা চাইত কুণাল অ্যান্ড কোম্পানি। যে বা যাঁরা তা দিতে অস্বীকার করতেন, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। এহেন ভুক্তভোগীদের বেশিরভাগের বয়স আশি পেরিয়েছে। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে আধিকারিকদের। এরই পাশাপাশি আমেরিকা ও অস্ট্রেলিয়াতে কুণাল অ্যান্ড কোম্পানির মাধ্যমে প্রতারিতের সংখ্যা ঠিক কত, তার হিসেব নেওয়া চলছে।  ইংল্যান্ডের নাগরিকদের প্রতারণা করে আসা টাকা ঘুরপথে চলে গিয়েছে কুণালের ব্যক্তিগত অ্যাকাউন্টে। যার পরিমাণ কয়েক হাজার কোটি জেনেছে তদন্তকারী এজেন্সি। এই অর্থ কোথায় কোথায় পার্ক করা রয়েছে তার হদিশ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইডি হেফাজতের মেয়াদ শেষে সোমবার তাঁকে আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে ৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে কুণালের একটি অফিস ছিল। প্রথমে সেটিকে ‘সিল’ করা হয়। এরপর তাঁর স্ত্রীকে নিয়ে গিয়ে ওই অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে  বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেখান থেকে ‘বিদেশ থেকে আসা টাকার লেনদেনের নথি মিলেছে। কুণাল গুপ্তা যে বিদেশি নাগরিকদের প্রতারণা করে অর্থ রোজগার করেছেন, সে বিষয়ে নিশ্চিত তদন্তকারীরা।
তদন্তে উঠে এসেছে,কুণাল নিউটাউন সহ বিভিন্ন জায়গায় সবমিলিয়ে ডজনখানেকের বেশি কলসেন্টার খুলেছিলেন।  এক একটি  বেআইনি কল সেন্টারে কয়েকশো যুবক-যুবতী কাজ করতেন। চারটি শিফটে কাজ হতো। এমবিএ পাশ এই যুবক ইংরেজিতে অত্যন্ত চোস্ত।  বিদেশি অ্যাকসেন্টে কথা বলতেন। কলসেন্টারে যাঁরা চাকরির জন্য আবেদন করতেন, তাঁদের ইন্টারভিউ তিনি নিজেই নিতেন। বিদেশিদের মতো উচ্চারণ কীভাবে করতে হবে, তাই নিয়ে প্রশিক্ষণ দিতেন সেখানে কাজ করতে আসা যুবক-যুবতীদের। 
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা জেনেছেন, বিদেশিদের কাছ থেকে প্রতারণার টাকা জমা করার জন্য ১০০’র বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এগুলির জন্য অন্যের নথি জমা করেন বেআইনি কল সেন্টার চক্রের কিংপিন। তাঁর সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের অফিসারদের ঘনিষ্ঠতা থাকায় সহজেই সেগুলি খোলা সম্ভব হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে দিনে কমপক্ষে ৫০ লক্ষ টাকা জমা পড়ত। এরপর তা স্থানান্তরিত হয়ে যেত কুণালের ব্যক্তিগত সহ অন্য অ্যাকাউন্টে। প্রতিদিন বিপুল পরিমাণ টাকার লেনদেন দেখে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজাররা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কি না, সেই বিষয়ে খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারীরা।         

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ