বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

জেলায় জেলায় ক্যাথল্যাব, হাঁটু, কোমর প্রতিস্থাপনের ইমপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যে বরাবরই উদারহস্ত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তার উদাহরণ মিলল। এইবার হার্ট ও হাড়ের চিকিৎসার মতো অত্যন্ত ব্যয়বহুল ক্ষেত্রে ২৪ কোটি টাকা বিনিয়োগ করা হল রাজ্যবাসীর জন্য। কথায় কথায় যাতে গ্রামীণ এলাকার মানুষকে হাজার হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে কলকাতামুখী হতে না হয়, সেজন্য এবার জেলায় জেলায় ক্যাথল্যাব বসানো হচ্ছে। কলকাতার সরকারি মেডিক্যাল কলেজগুলিতেও হৃদরোগ চিকিৎসার পরিকাঠামো আরও আধুনিক করা হচ্ছে।  
স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, সবশুদ্ধ ১১টি ক্যাথল্যাব কিনছে স্বাস্থ্যদপ্তর। তার মধ্যে পাঁচটি পাচ্ছে মেডিক্যাল কলেজ, ন্যাশনাল, আর জি কর, এন আর এস এবং পিজি। একটি পাচ্ছে স্নায়ুরোগ চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস। এছাড়াও কল্যাণী, বর্ধমান, বাঁকুড়া সম্মিলনী, উত্তরবঙ্গ এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ পাবে একটি করে। সামগ্রিকভাবে এই ১১টি ক্যাথল্যাব কেনার জন্য সরকার বরাদ্দ করেছে ১১ কোটি টাকা। 
অন্যদিকে হাঁটু, কোমরের হাড় প্রতিস্থাপন এবং হাড় ভাঙার সমস্যায় দামি দামি অর্থোপেডিক ইমপ্ল্যান্ট এবার জেলায় জেলায় বিনা পয়সায় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যাতে এইসব সমস্যার চিকিৎসা জেলার মধ্যেই মেলে। সহজে অপারেশন করা যায়। যন্ত্রের অভাবে বেসরকারি হাসপাতালে ছুটতে না হয়, বা শ্রমদিবস নষ্ট করে কলকাতামুখী হতে না হয়। এই অর্থোপেডিক ইমপ্ল্যান্ট রাজ্যজুড়ে নিখরচায় দিতে ১৩ কোটি টাকা খরচ করছে রাজ্য। বাংলার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর (ডিআরএস) মিলিয়ে ৪৭টি জায়গায় সরবরাহ করা হচ্ছে এইসব মহার্ঘ অর্থোপেডিক ইমপ্ল্যান্ট। হাসপাতাল বা ডিআরএস ভেদে ১০ লক্ষ টাকা থেকে দেড় কোটি টাকা পর্যন্ত অর্থ বরাদ্দ করা হয়েছে এই খাতে। যে সব মেডিক্যাল কলেজ হাড়ের সমস্যায় এইসব ইমপ্ল্যান্টের সুযোগ পাচ্ছে, সেগুলি হল বাঁকুড়া, বর্ধমান, কোচবিহার, উত্তরবঙ্গ, ডায়মন্ডহারবার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, ন্যাশনাল, আর জি কর, এন আর এস, শম্ভুনাথ পণ্ডিত, মালদহ, মুর্শিদাবাদ, কল্যাণী, বারাসত, সাগর দত্ত, মেদিনীপুর, তাম্রলিপ্ত, পুরুলিয়া, রামপুরহাট এবং রায়গঞ্জ মেডিক্যাল কলেজ।

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ