বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কেষ্টর আতঙ্ক নিয়ে হাইকোর্টে মানবাধিকার কর্মী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি সশরীরে নিজের জেলায় নেই। আপাতত তিহার জেলে বন্দি তিনি। অনুব্রত মণ্ডল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা। একসময় তাঁর নামে বাঘে-গোরুতে একঘাটে জল খেত। কিন্তু বছর খানেক যাবৎ তিনি রাজ্যে না-থেকেও রয়েছেন যেন স্বমহিমায়!
সোমবার কলকাতা হাইকোর্টেও উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। সঙ্গীতা চক্রবর্তী নামে এক মানবাধিকার কর্মীর দাবি, আবাস যোজনা, ১০০ দিনের কাজ, জল যোজনা থেকে শুরু করে দরিদ্র অসহায় মানুষের একাধিক দাবি-দাওয়া আদায়ে আন্দোলনের ‘অপরাধে’ অনুব্রতর গুন্ডারা তাঁকে বেদম প্রহার করেছিল। লুট হয়েছে তাঁর দোকান। মারধর করে তাঁকে জঙ্গলে আধমরা অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। এমনকী, বর্তমানে রাজ্যে না-থাকলেও কেষ্টর আতঙ্ক তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি রীতিমতো জীবনসংশয়ে ভুগছেন। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলায় এমনই দাবি করেছেন এই মানবাধিকার কর্মী। কিন্তু বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয় জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে তাঁকে হাইকোর্টের উপযুক্ত বেঞ্চের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ