বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্য কোষাগারের ৮৮০ কোটি টাকা খরচ করে বাঁধ মেরামতি, ভাঙন রোধের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদীবাঁধ মেরামতি থেকে গঙ্গা-পদ্মার ভাঙন রোধ—বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ক্ষেত্রেই সদুত্তর আসেনি। এই পরিস্থিতিতে রাজ্যের তহবিল থেকেই নতুন নদীবাঁধ তৈরি, পুরনো বাঁধ মেরামতি এবং সেচযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রায় ৮৮০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে তারা। কাজ শুরু হয়ে যাবে পুজোর পরেই। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে সবক’টি প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। 
রাজ্য সরকার সূত্রে খবর, সম্প্রতি বাঁধ মেরামতি ও বিভিন্ন সেচ প্রকল্প নিয়ে  একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্র সহ অন্যান্যরা। কোন কাজগুলি অগ্রাধিকার সহকারে করা দরকার, তার একটি তালিকা তৈরি করা হয় সেখানে। তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক নদীবাঁধ তৈরি এবং মেরামতি। নেদারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে সুন্দরবন অঞ্চলের বেশ কিছু জায়গায় বাঁধ নির্মাণ এবং গঙ্গা-পদ্মা ভাঙন রোধের কাজও রয়েছে এই তালিকায়। এর পাশাপাশি ভূটানে হওয়া বৃষ্টির জল নেমে এসে উত্তরবঙ্গের যেসব এলাকায় বন্যা ঘটায়, সেই এলাকার প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে পর্যালোচনা বৈঠকে। সূত্রের খবর, ইতিমধ্যে অনেকগুলি প্রকল্পের ছাড়পত্র দিয়েছে অর্থদপ্তর। প্রকল্প শেষের সময়সীমা বেঁধে দিয়েই দরপত্র ডাকা হয়েছে। 
এক আধিকারিক জানিয়েছেন, দরপত্র ডাকার পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়াগুলি দুর্গাপুজোর আগেই শেষ হয়ে যাবে। ফলে পুজো মিটলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা যায়।
আরও জানা গিয়েছে, পুরো টাকাই খরচ করা হবে রাজ্যের কোষাগার থেকে। কেন দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজগুলি শুরু করতে চাইছে রাজ্য? এক আধিকারিক বলেন, ‘ভাঙন কবলিত এলাকার আর কোনও বসবাসকারী যাতে ভিটেহারা না হয়, সেই লক্ষ্যে এই উদ্যোগ। পুজোর পর কাজ শুরু হলে আগামী বছর বর্ষার আগে তা শেষ করা সম্ভব হবে। ফলে ভাঙন কবলিত এলাকার বহু মানুষ আগামী বর্ষার আগে নিস্তার পাবেন বলে আশাবাদী নবান্নের কর্তারা। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ