বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সমবায়ে মহিলাদের যোগদান আরও বাড়াতে চায় সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকার, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সামনের সারিতে আনতে প্রথম থেকেই তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই পথ ধরে এবার সমবায় আন্দোলনেও মহিলাদের অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়াতে চায় তারা। সোমবার কলকাতার শিশির মঞ্চে ৫৮তম ‘হাউসফিড ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেড’। সেখানে আলোচনায় উঠে আসে সমবায়ে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি। সেই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিনিধিদের সমবায়ে আরও বেশি অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন বক্তারা। 
সংসদে সদ্য পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ উল্লেখ করে সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাঁদের সামনের সারিতে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের আরও গুরুত্ব বৃদ্ধির উপর জোর দেওয়া হবে।’ প্রাক্তন সাংসদ মইনুল হাসান বলেন, ‘সমবায় আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন রক্তের সঞ্চার করতে হবে।’ পঞ্চায়েত দপ্তরের সঙ্গে সম্প্রতি সমবায় দপ্তরের দায়িত্বও পেয়েছেন প্রদীপবাবু। তারপর তিনি এই প্রথম সমবায় সংক্রান্ত কোনও সম্মেলনে হাজির থাকলেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কোঅপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। আয়োজক ফেডারেশনের তরফে এদিন আসানসোলকে ‘সেরা ব্রাঞ্চ’ এবং সুদেব করকে ‘সেরা কর্মচারী’র সম্মান দেওয়া হয়। মন্ত্রীর হাত ধরে প্রকাশিত হয়েছে ‘উৎসব সংখ্যা’। 
শিশিরমঞ্চে ‘উৎসব সংখ্যা’ প্রকাশ সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদারের। -নিজস্ব চিত্র

26th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ