বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অক্টোবরের গোড়ায় কি ঘূর্ণিঝড়? শীঘ্রই জানাবে আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্টোবরের গোড়াতেই বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে কি না সেটা দিন দু’য়েকের মধ্যেই বোঝা যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। শনিবার সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রাথমিক অভিমুখ থাকবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। 
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, প্রাথমিক অভিমুখের পরিবর্তন হতে পারে। তাই নিম্নচাপটি শক্তিশালী হয়ে বঙ্গোপসাগরের কোন উপকূলের দিকে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না। সোম-মঙ্গলবারের মধ্যে পুরো বিষয়টি অনেকটা পরিষ্কার হবে বলে তিনি জানিয়েছেন। 
নিম্নচাপটি কতটা শক্তি বাড়াবে সেটাও ওইসময়ের মধ্যে বোঝা যাবে। প্রাথমিকভাবে আবহাওয়াবিদরা মনে করছেন, এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবেই। এরপর আরও শক্তি বাড়ালে অতি গভীর নিম্নচাপ ও তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তীব্রতার নিরিখে ঘূর্ণিঝড়ের মোট চারটি শ্রেণি। আপাতত নিম্নচাপটির যে গতিপথ বলা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্র উপকূলের মধ্যে কোনও জায়গার দিকে এটির ধাবিত হওয়ার কথা। বাংলাদেশ বা মায়নমার উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা কম। মে মাসে বঙ্গোপসাগরে যে অতিতীব্র ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টি হয়, সেটি আছড়ে পড়েছিল বাংলাদেশ উপকূল সংলগ্ন মায়ানমারে। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগে অক্টোবরের শুরুতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সাধারণত কম হয়। কিন্তু অতীতে এই সময়ে ঘূর্ণিঝড়ের নজির আছে। 
এদিকে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি রবিবার দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের দিকে সরে গিয়েছে। ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উপর থেকে সরে যাওয়ায় আজ সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। রবিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

25th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ