বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিশ্বভারতীর বিদেশি ছাত্র নিখোঁজ, রহস্য বোলপুরে

সংবাদদাতা, বোলপুর: এক বিদেশি ছাত্রের রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনা  ঘিরে তোলপাড় বোলপুর। ধারাবাহিকভাবে অশান্ত বিশ্বভারতীতে আচমকাই এক নজিরবিহীন ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন মায়ানমারের ওই ছাত্র, নাম পান্নাকারা। তিনি গবেষণা করতেন। ইন্দিরাপল্লিতে বাড়ি ভাড়া নিয়ে এক ছাত্রীর সঙ্গে লিভ ইনে থাকতেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন তাঁর ভাড়াবাড়ি থেকেই তাঁকে তুলে নিয়ে যায়। যদিও কারা, কী উদ্দেশ্যে ওই ছাত্রকে কোথায় নিয়ে গিয়েছে, তা নিয়ে শুক্রবার পর্যন্ত ধন্দে পুলিস। 
তবে সবাই একবাক্যে স্বীকার করছেন, বিশ্বভারতীর ইতিহাসে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিস। খোঁজ নিয়েছে নবান্নও। পুলিস সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এদিন উচ্চপর্যায়ের বৈঠক হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিসে অভিযোগ জানানো হয়েছে।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্র পান্নাকারা বিশ্ববিদ্যালয়েরই ভাষাভবনের ছাত্র। বর্তমানে সংস্কৃত বিভাগে গবেষণা করছেন। হস্টেলের পরিবর্তে তিনি ইন্দিরাপল্লি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সেখানে কলাভবনেরই এক ছাত্রীর সঙ্গে লিভ ইন রিলেশনেও ছিলেন বেশ কিছুদিন। তবে ঘটনার সময় ওই ছাত্রী বাড়িতে ছিলেন না। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে মোট তিনটি  গাড়িতে প্রায় ১২-১৫ জন লোক ইন্দিরাপল্লিতে আসে। ওই ছাত্রের ছবি দেখিয়ে খোঁজ শুরু করে। বাড়ি খুঁজে বের করতে স্থানীয়দের সাহায্যও নিয়েছিল তারা। বাড়িতে সেই সময় পান্নাকারা ও তাঁর এক বন্ধু কবিদা ছিলেন। লোকজন দেখে বেরিয়ে আসতেই পান্নাকারাকে জোর করে গাড়িতে তুলে চম্পট দেয় তারা। কবিদার দু’টি মোবাইলও তারা নিয়ে নেয় বলে অভিযোগ। কবিদাই বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ঘটনার গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ বোলপুর থানায় মিসিং ডায়েরি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত। পুলিস, প্রশাসনকে জানানোর পাশাপাশি বিষয়টি মায়ানমার দূতাবাসকেও জানানো হয়েছে। অভিযোগ পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। ছাত্রটিকে গাড়িতে তোলার সময় তারা কোন ভাষায় কথা বলছিল, তা জানতে চায়। মায়ানমারের ওই মেধাবি ছাত্রকে কারা অপহরণ করল, তা জানার জন্য শান্তিনিকেতনের বিভিন্ন সিসি ক্যামেরাও খতিয়ে দেখছে পুলিস। বাসিন্দাদের দাবি, ইন্দিরাপল্লির মতো শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম। স্থানীয় লোকজনও তাই আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রত্যক্ষদর্শী বিভা বসেল বলেন, শান্ত স্বভাবের পান্নাকারাকে যেভাবে গাড়িতে তুলে নিয়ে গেল, তাতে আমরা চিন্তিত।

23rd     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ