বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পুজোর আগেই অন্তত এক হাজার  সহকারী অধ্যাপক নিয়োগ কলেজে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ সার্ভিস কমিশন যে গতিতে এগচ্ছে, তাতে পুজোর আগেই চাকরির চিঠি পেতে পারেন হাজার খানেক সহকারী অধ্যাপক। ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন এবং ইতিহাসের কাউন্সেলিং হয়ে গিয়েছে। ১৮ ও ১৯ সেপ্টেম্বর হয়েছে পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, রাশিবিজ্ঞান, গণিত এবং রসায়নের কাউন্সেলিং। ২৬ ও ২৭ সেপ্টেম্বর হতে চলেছে বাণিজ্য, প্রাণিবিদ্যা, শিক্ষা, শারীরশিক্ষা, আইন ও মনোবিজ্ঞান বিষয়ের কাউন্সেলিং। বিষয়গুলিতে গড়ে ৫০টি শূন্যপদ রয়েছে। কোনও বিষয়ে পদের সংখ্যা তার চেয়ে বেশি, আবার কোনও বিষয়ে অনেকটাই কম। কাউন্সেলিংয়ের পরেই প্রার্থীদের নিয়োগের সুপারিশপত্র দেওয়া হচ্ছে।
১ সেপ্টেম্বর প্রথম দফার মেধা তালিকা প্রকাশ করেছিল কলেজ সার্ভিস কমিশন। সেইসময় কমিশনের চেয়ারম্যান দীপককুমার কর জানান, পুজোর আগেই ৩৩টি বিষয়ের কাউন্সেলিং শেষ করতে চাইছেন তাঁরা। সেই লক্ষ্যেই এগচ্ছে কমিশন। কম আবেদন জমা পড়া এবং কম শূন্যপদের বাকি ১০টি বিষয়ের ইন্টারভিউ ও মেধা তালিকা প্রকাশ হবে পরে। এখন কমিশনের মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সেলিংয়ের দিন ঘোষণার গতি দেখে মনে হচ্ছে, পুজোর আগেই নিয়োগ হাজার ছুঁয়ে ফেলা বা তা পেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
তবে, প্রতি বিষয়ে যে শূন্যপদ ঘোষণা করা হচ্ছে, তা নিয়ে সন্তুষ্ট নয় গবেষক সংগঠনগুলি। ডিআরএসও নামে গবেষকদের একটি সংগঠন এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। তবে, শেষ পর্যন্ত তাদের বিকাশ ভবনে স্মারকলিপি জমা দিয়েই ফিরে আসতে হয়েছে। 
সংগঠনের দাবি, চার বছরের স্নাতক কোর্স শুরু হওয়ার ফলে কলেজগুলিতে শিক্ষকদের চাহিদা বাড়বে। তাই যত শূন্যপদ ঘোষণা করা হচ্ছে, তা যথেষ্ট নয়। উচ্চশিক্ষা দপ্তর তথা কমিশনের কাছে আরও বেশি শূন্যপদ ঘোষণার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে, মেধা তালিকায় ইন্টারভিউয়ের নম্বর প্রকাশ না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে একটি মামলাও করা হয়েছে। তার প্রভাব নিয়োগ প্রক্রিয়ার উপর পড়বে না বলেই আশা করছে কমিশন।

21st     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ