বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

স্পেনে সাফল্য মমতার, রাজ্যে বিনিয়োগের পথে হোম অ্যাপ্লায়েন্সের আন্তর্জাতিক ব্র্যান্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্পেন সফরে বাণিজ্য টানতে নয়া সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বার্সেলোনা পর্বে মুখ্যমন্ত্রীর কাছে বাংলায় বিনিয়োগ প্রস্তাব রাখল হোম অ্যাপ্লায়েন্সের আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সোগো’। স্পেন, চীন, তাইওয়ানের পর এবার কলকাতার কাছাকাছি কোথাও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের কারখানা গড়তে চাইছে তারা। রবিবার সন্ধ্যায় বার্সেলোনার এক হোটেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা পর্বে শিল্পপতি সতীশ রাইসিঙ্ঘানি ওই বিনিয়োগ প্রস্তাব রাখেন মমতার কাছে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছ আমরা। চীন, তাইওয়ানে কারখানা রয়েছে। গোটা বিশ্বে রপ্তানিও করছি। এবার আমরা দেশে কারখানা গড়তে চাইছি। কলকাতার কাছাকাছি জমি পেলে, সেখানেই তা গড়ব।’ এই প্রস্তাবে দৃশ্যত তৃপ্ত মমতা সমস্ত সাহায্যের আশ্বাস দেন প্রবাসী ওই শিল্পপতিকে। শুধু তাই নয়, সফরসঙ্গী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিল্পসচিব বন্দনা যাদবের সঙ্গে যোগাযোগও করতে বলেন। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কথা বলেছেন রাইসিঙ্ঘানি। সূত্রের খবর, আজ, মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে এই বিনিয়োগ ‘আকার’ পেতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় সংস্থা ‘জয়পান’ এবং ‘ক্রম্পটন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘সোগো’। তবে এবারের প্রস্তাব বাস্তবায়িত হলে, ভারতে তাদের প্রথম নিজস্ব কারখানা হবে কলকাতাতেই। 
বিনিয়োগ টানার লক্ষ্যে স্পেন সফরে মমতার দ্বিতীয় সাফল্য এসেছে বার্সেলোনাতেই। আদতে শিলিগুড়ির বাসিন্দা, প্রবাসী শিল্পপতি কমল মিত্তাল বাংলায় নতুন দু’টি কারখানা এবং তাতে ২৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। স্পেনের কনস্ট্যান্টির সংস্থা ট্রাভিপসের সঙ্গে যৌথ উদ্যোগে কংক্রিটের রেলওয়ে স্লিপার তৈরির কারখানা রয়েছে বিশিষ্ট এই শিল্পপতি সংস্থা পি সি মিত্তাল গোষ্ঠীর। এই স্লিপার তৈরির ছাঁচ আসে নিউ জলপাইগুড়িতে মিত্তাল গোষ্ঠীর অপর একটি কারখানা থেকে। এদিন ট্রাভিপসের কারখানা পরিদর্শনে যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। সেই পর্বেই রাজ্যে নতুন বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। মিত্তাল গোষ্ঠী জানিয়েছে, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা এবার নিউ জলপাইগুড়িতেই ১০০ কোটি টাকা ব্যয়ে কংক্রিট স্লিপার তৈরির স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়বে। পাশাপাশি শিলিগুড়িতে ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে ইথানল কারখানা। দৈনিক ২ লক্ষ লিটার ইথানল তৈরি হবে সেখানে। সূত্রের খবর, আজ শিল্প সম্মেলনে বাংলায় বিনিয়োগের আরও কিছু প্রস্তাব আসবে। সেই সমস্ত ঝুলিতে ভরেই কাল, বুধবার স্পেন সফর শেষ করবেন মমতা।   
প্রবাসী ভারতীয়দের সঙ্গে মুখ্যমন্ত্রী।

19th     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ