বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যের ৫২ জন শিক্ষককে শিক্ষারত্ন, সেরা স্কুলের হ্যাট্রিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ স্কুলের পরিবেশ বদলেছেন। কেউ আবার স্কুলছুটদের করেছেন স্কুলমুখো। তারই পুরস্কার হিসেবে রাজ্যের ৫২ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। শিক্ষাদপ্তর থেকে এ নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, শিক্ষকদিবসের দিন ১৩টি সেরা স্কুলকেও সম্মানিত করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষকদের শিক্ষারত্নের পুরস্কার তুলে দেবেন। পুরস্কার প্রাপক শিক্ষকদের ২৫ হাজার টাকার চেকসহ অন্যান্য উপাহার থাকছে। সেরা স্কুলগুলি এক লক্ষ টাকা করে পাবে। 
জানা গিয়েছে, ৫২ জনের মধ্যে ১২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়, ২৫ জন মাধ্যমিক স্কুল এবং প্রাথমিকের ১৫ জন শিক্ষক রয়েছেন। প্রায় সব জেলা থেকেই এক বা দু’জন করে শিক্ষককে বেছে নেওয়া হয়েছে। গোটা বছরে নজরকাড়া কাজের জন্যই এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বলে দপ্তর জানিয়েছেন। যেমন দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কেশবনগর এফপি স্কুলের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষ এবং ভাঙড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা মণ্ডল এবারে শিক্ষারত্ন প্রাপকের তালিকায় রয়েছেন। অমরবাবু বলেন, প্রত্যন্ত এলাকার গঙ্গার ধারে অবস্থিত আমার স্কুল। বাবার সঙ্গে শিশুরা মাছের মীন ধরতে চলে যেত। স্কুলে আসত না। তাদের গিয়ে বুঝিয়ে স্কুলমুখো করানো গিয়েছে। সন্ধ্যাদেবীর কথায়, স্কুলের পরিবেশে অনেক বদল আনা হয়েছে। ছাত্রীদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ করা গিয়েছে। তবে এই স্কুলে বিজ্ঞান বিষয় চালু করার ইচ্ছা রয়েছে তাঁর। তার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। 
যেসব স্কুলকে এবার পুরস্কৃত করা হবে, সেগুলির মধ্যে একাধিক জেলার রামকৃষ্ণ মিশনও রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেরা স্কুলের পুরস্কারের হ্যাট্রিক করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রধান শিক্ষক ইশতেশানন্দ মহারাজ বলেন, ‘২০১৭ ও ২০২১ সালেও এই পুরস্কার পেয়েছিলাম আমরা। এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল সার্বিকভাবেই ভালো হয়েছে। সেকারণে শিক্ষাদপ্তর আমাদের স্কুলকে বাছাই করেছে।’

2nd     September,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ