বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কোর্টের নির্দেশের আট বছর পরও সব
জেলায় হয়নি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রায় আট বছর কেটে গিয়েছে। এখনও রাজ্যের সব জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চালু হয়নি। ২০১২ সালে হুগলির গুড়াপে একটি বেসরকারি হোমে গুড়িয়া নামে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে শারীরিক নির্যাতনের পর খুন করে দেহ পুঁতে দেওয়ার ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে সিআইডির হাতে সেই ঘটনার তদন্তভার গেলেও মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। পরে হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই মামলার সূত্র ধরে জুভেনাইল জাস্টিস আইনের সংস্থান অনুযায়ী, রাজ্যের সবকটি জেলায় শিশু কল্যাণ সমিতি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের পর প্রায় আট বছর কেটে গিয়েছে। তারপর রাজ্য সরকার হাইকোর্টে জানিয়েছে ২৩ জেলার মধ্যে মাত্র আটটি জেলায় শিশু কল্যাণ সমিতি কাজ করছে। সম্প্রতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব রিপোর্ট পেশ করে জানিয়েছেন, ২৩টি জেলার জন্য মোট ২৫টি কমিটির অনুমোদন হয়েছে। আটটি জেলায় কমিটি গঠিত হয়েছে।

10th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ