বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিজেপির কড়া সমালোচনায় সরব সিপিএম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মোদি সরকারের সমালোচনায় মুখর হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার পার্টির দু’দিনের রাজ্য কমিটি বৈঠক শেষে তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনার দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে কেন্দ্র। এমনকী, মৃতের সংখ্যাও কমিয়ে দেখানোর চেষ্টা চলছে। জেনারেল কামরায় শালিমার ও খড়্গপুর থেকে কতজন উঠেছিলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই তা পরিষ্কার হবে।’ তিনি আরও বলেন, ‘গোরু পাচারের তদন্ত যথাযথ হলে বিজেপিরও অনেক নেতা এবং মন্ত্রী ধরা পড়বেন। বেচারা কেষ্টই (অনুব্রত মণ্ডল) কেবল মরমে মরছেন!’ উল্লেখ্য, এদিনই রাজ্য নির্বাচন কমিশন ৮ জুলাই পঞ্চায়েত ভোটের ঘোষণা করেছে। সেই প্রসঙ্গে সেলিম বলেন, ‘আমরা বহুদিন ধরেই ভোট ঘোষণার দাবি জানাচ্ছি। এই দাবিতে ১৫ জুন রাজ্য নির্বাচন কমিশন অভিযানে যাওয়ার কথা ছিল বামফ্রন্টের। জ্যোতি বসুর জন্মদিনে ভোট হবে, এটা ভালো কথা।’ পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও আলোচনা হয় রাজ্য কমিটিতে।

9th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ