বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ই-কমার্সের মাধ্যমে রপ্তানি
বাড়াতে বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যের ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে বহু ব্যবসায়ী বা স্টার্ট আপ সংস্থা ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার পরিধি বাড়াচ্ছে। দেশীয় বাজার বৃদ্ধির পাশাপাশি রপ্তানিতেও যাতে সেই সংস্থাগুলি এগিয়ে আসতে পারে, তার জন্য একযোগে পদক্ষেপ করল রাজ্য শিল্পোন্নয়ন নিগম ও অ্যামাজন। বণিকসভা ফিকিকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত হল ই-এক্সপোর্ট হাট। মূলত প্রশিক্ষণ শিবিরের মাধ্যমেই উদ্যোগপতিদের রপ্তানির বিষয়ে সচেতন করা হল এখানে। এর আগে মহারাষ্ট্র ও রাজস্থানে এই উদ্যোগ শুরু হয়। অ্যামাজন ইন্ডিয়া গ্লোবাল ট্রেডের ডিরেক্টর ভূপেন ওয়াকানকার বলেন, বাংলা থেকে তিন হাজারের বেশি সংস্থা বা উদ্যোগপতি আমাদের মাধ্যমে বিদেশের বাজারে পণ্য রপ্তানি করছে। আমরা ২০২৫ সালের মধ্যে এদেশ থেকে দু’হাজার কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছি। আশা করব, তার একটা বড় অংশ আসবে পশ্চিমবঙ্গ থেকে। কলকাতা ও শহরতলির পাশাপাশি সব জেলার ছোট ব্যবসায়ীরাও যাতে আমাদের মাধ্যমে ২০০টি দেশের বাজার ধরতে সক্ষম হন, তারই উদ্যোগ নিচ্ছি আমরা।

9th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ