বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যে ৩০ জুন 
ডাক আদালত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এরাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। ৩০ জুন সকাল ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে গ্রাহকরা অংশ নেবেন অনলাইনে। ডাকবিভাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রাহকদের যেসব অভিযোগ জমেছে, কিন্তু নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহক। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। তবে আদালতে বিচারাধীন কোনও বিষয় বিবেচ্য নয়। অভিযোগ জানানো যাবে ১৬ জুনের মধ্যে ই-মেলে কিংবা ডাকযোগে। চিঠি আসবে ‘এ বিশ্বাস, এডিপিএস (পিজি), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্টবেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। তাদের ই-মেল: cpmg_wb@indiapost.gov.in। 

9th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ