বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ওএমআর কারচুপি মামলায়
রিপোর্ট তলব হাইকোর্টের
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে ওএমআর কারচুপি সংক্রান্ত মামলায় রিপোর্ট তলব করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, ২৮ জুনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট পেশ করতে হবে। পাশাপাশি এসএসসিকেও এব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।  একাদশ দ্বাদশ শ্রেণিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় ওএমআর শিটে কারচুপির অভিযোগে মামলা করেন গোলাম নবি আজাদ নামে এক ব্যক্তি। বৃহস্পতিবারের শুনানির সময়ে বিচারপতি প্রশ্ন করেন, ‘যে ৯০৭টি ওএমআর কারচুপি’র কথা বলা হচ্ছে তার ধরন কী? এই ওএমআর প্রকাশ করা যায়নি কেন? প্রকাশ করা গেলে তা কবে যাবে, এসএসসিকেও বিস্তারিত জানাতে হবে রিপোর্টে।’ এরপরই সিবিআইকে ওএমআর কারচুপি সংক্রান্ত তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি। এর আগে, নবম দশমের পাশাপাশি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগেও ওমএমআর শিটে-দুর্নীতির বিষয়টি তুলে ধরে সিবিআই জানায়, একাদশ ও দ্বাদশের ৯০৭টি ওমএরআর শিটে গরমিল রয়েছে। সেই সংক্রান্ত তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করল হাইকোর্ট।

9th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ