বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

হরিপালে ট্রাক্টর চেপে রোড শো
কৃষকদের জীবনে উন্নয়নের নব জোয়ার আনার শপথ অভিষেকের

রাহুল চক্রবর্তী ও অমিত চৌধুরী, তারকেশ্বর: মমতা‌ বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলন এবং রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় আসার যাত্রাপথে প্রদীপের আলোর মতোই থেকেই যাবে সিঙ্গুর। রাজ্য-রাজনীতির বইয়ের পাতায় সিঙ্গুর থাকবে প্রথম অধ্যায়েই। তৃণমূল সুপ্রিমোর সুযোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিঙ্গুরের মাটিকে‌ প্রণাম জানিয়ে গেলেন তাঁর নবজোয়ার কর্মসূচিতে।‌ কৃষক স্বার্থের কথা‌ তুলে ধরে সওয়ার হলেন ট্রাক্টরে। কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা বুঝলেন। আর বার্তা দিলেন, ‘এই বঙ্গের প্রত্যেক কৃষক আমাদের সম্পদ। তাঁদের স্বার্থরক্ষায় আমরা সদা তৎপর। কথা দিচ্ছি, মানুষের পঞ্চায়েত গঠন করে চাষি ভাই-বোনেদের জীবনেও উন্নয়নের নব জোয়ার আনব।’
মঙ্গলবার জনসংযোগ যাত্রার ৪১তম দিনে হরিপালের কাশী বিশ্বনাথ সেবা‌ সমিতির সামনে থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। যেহেতু অনতিদূরে কৃষক আন্দোলনের ‘আঁতুড় ঘর’ সিঙ্গুর, বেশ অভিনবত্ব ছিল কর্মসূচিতে। ৭৫টি ট্রাক্টর শামিল হয়। ‌প্রথম ট্রাক্টরে উঠে গ্রামবাসী এবং কৃষকদের অভিবাদন জানিয়ে এগিয়ে যান অভিষেক। এমনটা দেখা গিয়েছে, মাঠে চাষের কাজ করছিলেন কৃষকরা, অভিষেকের রোড শো আসছে দেখে, তাঁরা রাস্তার উপর ছুটে আসেন। নমস্কার জানান অভিষেককে। প্রতি নমস্কার জানিয়েছেন অভিষেকও। রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রামের মহিলারা শঙ্খ ধ্বনি দিয়ে অভিষেককে স্বাগত জানান। যে ট্রাক্টরে অভিষেক বসেছিলেন, তাঁর চালক ছিলেন একজন কৃষক। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ অভিষেককে কথা বলতে দেখা যায়। দীর্ঘ পাঁচ কিলোমিটার এভাবেই চলে রোড শো। অভিষেক জানান, হুগলির কৃষক বন্ধুরা আজ আমাকে যেভাবে আপন করে নিলেন, তাতে আমি আনন্দিত, সম্মানিত এবং গর্বিত! এদিনের কর্মসূচির মধ্যে তারকেশ্বর মন্দিরে পুজো দেন অভিষেক। বাজিতপুর মোড় থেকে হেঁটে মন্দিরে পৌঁছন তিনি। যাওয়ার পথে জনসংযোগ সারেন। মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকায় বাইরে থেকেই পুজো দেন অভিষেক। মন্দিরের গর্ভগৃহের সামনে মোমবাতি জ্বালিয়ে আরতি করেন। সন্দীপ চক্রবর্তী, অমিতাভ হাজরা ও রঞ্জন বাগচি—পুজোর দায়িত্বে ছিলেন এই তিন পুরোহিত। মন্দির থেকে ফেরার পথে স্থানীয় ব্যবসায়ীরা ‘বাবা তারকনাথ’এর একটি মূর্তি অভিষেককে উপহার দেন। এই সময় এক কিশোর তাঁর হাতে তুলে দেয় ঠান্ডা শরবতের পাউচ। তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু, মন্ত্রী বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন সহ বিশিষ্টরা। মন্দির থেকে বেরিয়ে চাঁপাডাঙ্গায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন অভিষেক। খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মস্থান এবং গোঘাটের কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান পরিদর্শন করে আরামবাগে রাত্রি যাপন করেন অভিষেক। 
তারকেশ্বর মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

7th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ