বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যজুড়ে চলবে তাপপ্রবাহ, বাড়বে অস্বস্তি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা কবে ঢুকবে, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে আগামী ১০ জুন, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তিন জেলায় (মালদহ ও দুই দিনাজপুর) তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই অবশ্য এসব এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। ১০ তারিখের পরেও তাপপ্রবাহ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। কোথাও কোথাও তাপপ্রবাহ না চললেও অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। সোমবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। সবথেকে বেশি গরম ছিল ঝাড়গ্রামে (৪১.৫ ডিগ্রি)। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে তা ৪ ডিগ্রি বেশি। পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি হলে তাপপ্রবাহ ধরা হয়। কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছোঁয়ায় সেখানে কার্যত তাপপ্রবাহ পরিস্থিতি ছিল।  প্রচণ্ড গরমের মধ্যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে। তবে গরম থেকে স্বস্তি মেলেনি। প্রসঙ্গত, কেরল দিয়েই দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে। সেই মতো দেশের বিভিন্ন অংশে বর্ষার আগমনের দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। 

6th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ