বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

২০ জন শিক্ষককে নোটিস পাঠানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা নবম-দশম স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় সোমবার অভিযুক্ত ২০ জন শিক্ষককে নোটিস পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি অনিরুদ্ধ রায়। ২০১৬ সালে এসএলএসটিতে ভৌত বিজ্ঞান, বাংলা, ভূগোল, ইংরেজি, এডুকেশন সহ একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। মামলাকারীর আইনজীবী আশিসকুমার চৌধুরীর অভিযোগ, কম নম্বর পেয়ে মেধাতালিকার নীচের দিকে থাকা প্রার্থীরা চাকরি পেয়েছেন। এদিন মামলার শুনানির পর  বিচারপতির নির্দেশ, যাঁদের প্রাপ্ত নম্বর মামলাকারীদের থেকেও কম, অথচ শিক্ষক হিসেবে চাকরি করছেন, তাঁদের এই মামলায় যুক্ত করতে হবে। সেরকমই ২০ জন শিক্ষককে নোটিস পাঠানোর নির্দেশ দেন বিচারপতি।

6th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ