বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘বেশ কয়েকটা মৃতদেহের
তলায় চাপা পড়েছিলাম’
বেঁচে ফিরে জানালেন বাসন্তীর পারুল

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ট্রেনের ৮ নম্বর কামরায় জানালার ধারে বসেছিলাম। আচমকাই একটা প্রবল ঝাঁকুনিতে সব এদিক ওদিক উল্টে গেল, তাসের ঘরের মতন! আমার উপর তিন চারজন পড়ে রয়েছে। তখনই জ্ঞান হারাই। বক্তা করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা বাসন্তীর পারুল মোল্লা। স্বামী চেন্নাইয়ে কাজ করেন। শ্বশুর সইদুল মোল্লাকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। 
ক্যানিং হাসপাতালের বেডে শুয়ে পারুল বলেন, হঠাৎ কী হল বুঝতে পারিনি। আমাদের বগি পাল্টি খেল। আমার উপর মৃতদেহগুলো পড়ে ছিল বলেই হয়তো বেঁচে গিয়েছি। মাথা ও মুখে চোট লেগেছে। আমাকে উদ্ধার করার পর স্টেশনে আনা হয়। তারপরই জ্ঞান ফেরে। চারিদিকে তখন দৌড়োদৌড়ি চলছে। দেশলাই বাক্সের মতো একাধিক বগি রেললাইনের উপরে উল্টে পড়ে রয়েছে। ওই অবস্থায় কোনওমতে গ্রামে খবর পাঠাই। সেখান থেকে গাড়ি পাঠান পঞ্চায়েত প্রধান। রাতেই বালেশ্বর থেকে রওনা দিই। শনিবার সকালে শ্বশুরমশায় এবং আমাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওড়িশার দুর্ঘটনাস্থল থেকে ফিরে হাসপাতালে এই দু’জনই প্রথম ভর্তি হন এখানে।  

4th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ