বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

ফিরল লকডাউনের ভয়াবহ স্মৃতি
দীর্ঘপথ হেঁটে, চড়া ভাড়া গুনে
বাড়ি ফিরলেন জখম শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনমাস কাজ ছিল না। বাড়িতেই বসেছিলেন মুর্শিদাবাদের প্রেমকুমার মণ্ডল ও মনতোষ মণ্ডল। অবশেষে কাজ এল, করমণ্ডল এক্সপ্রেসের জেনারেল বগিতেই সওয়ার হয়েছিলেন একই পাড়ার দুই শ্রমিক। উপার্জন তো হলই না, উলটে ক্ষত-বিক্ষত হয়ে একগাদা খরচ করে ফিরতে হল বাড়িতে। একই কাহিনি সুন্দরবনের পাথরপ্রতিমার মন্টুচরণ মালিকের। যেন ফিরে এল সেই লকডাউনের স্মৃতি। প্রেমকুমারের পা কেটে হাড় বেরিয়ে এসেছে। মনতোষের লেগেছে নাকে। আর, পিঠের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই রাতেই হাঁটা শুরু করলেন মন্টু। কতটা কম ভাড়ায় ফেরা যায়, সেটারই হদিশ পেতে হাঁটতে হাঁটতে শুরু হল দরদাম। সকলেই রাজমিস্ত্রির কাজ করেন।
মন্টু বলছিলেন, ‘বিকট আওয়াজ হল! বগিটা উল্টে গেল। জানালা দিয়ে আমরা কয়েকজন বেরলাম।’ মন্টুরা আটজন মিলে ১১ হাজার টাকায় গাড়ি ভাড়া করে এলেন সাঁতরাগাছি। সেখান থেকে কিছুটা হেঁটে তারপর ট্রেনে সোজা এমআর বাঙুর হাসপাতাল। সেখানে চিকিত্সার পর কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে গেলেন তিনি। প্রেমকুমার ও মনতোষ হাজারখানেক টাকা খরচ করে বাসে চেপে এলেন ধর্মতলায়। তারপর এসএসকেএমে প্রেমকুমারের পা, মনতোষের নাকে সেলাই হল। সেখান থেকে আবার মুর্শিদাবাদের ট্রেন।

4th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ