বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

চোখের সামনে মোচড়ানো কামরায়
নিথর বধূ, হদিশ মিলছে না দেহের
দুবরাজপুর ফিরে আক্ষেপ স্বামীর

সৌম্যদীপ ঘোষ, সিউড়ি : অসুস্থ এক আত্মীয়কে দেখতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন একই পরিবারের ৬ জন সদস্য। দুবারজপুরের গোহালিয়াপাড়ার পলাশবন গ্রামে তাঁদের বাড়ি। উঠেছিলেন যশবন্তপুর এক্সপ্রেসে। শুক্রবারের অভিশপ্ত সন্ধ্যা কেড়ে নিল বাড়ির বউমাকে।  ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরায় চিড়েচ্যাপ্টা হয়ে যান তিনি। চোখের সামনে বউমাকে এভাবে মরতে দেখেও কেউ কিছুই করতে পারেননি। কিছু পরে দেহটিরও হদিশ পাননি তাঁরা। চোখ ডলতে ডলতে গভীর রাতেই বালেশ্বর ছাড়ার সিদ্ধান্ত নেন পরিবারের বাকি পাঁচ সদস্য। পুলিসের সহযোগিতায় কোনওরকমে বাড়ি ফেরেন সকলেই। 
বেঙ্গালুরুতে ফুলের কারবারের সঙ্গে যুক্ত ছিল পরিবারটি। বাড়ির পুরুষ-মহিলা সবাই মিলে বছরের নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে ফুলের কাজ করেন। আবার বাড়ি ফিরে আসেন। দলে ছিলেন বাড়ির বউমা রীতা বাগদি (৪০)। শুক্রবার তাঁদের ফেরার কোনও প্ল্যান ছিল না। কিন্তু এক আত্মীয় হঠাৎই খুব অসুস্থ পড়েন। খবর পেয়ে সকলে মিলে বাড়ি ফেরার পরিকল্পনা করেন। সেই মতো যশবন্তপুর এক্সপ্রেস ধরেছিলেন। দুর্ঘটনায় সেই ট্রেনের কয়েকটি কামরা পাশের নয়ানজলিতে গিয়ে পড়ে। একটি কামরায় ছিলেন রীতাদেবীর পরিবার। ঘটনার আকষ্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউই। চোখ বুজলেই তাঁরা দেখতে পাচ্ছেন মৃত্যুযন্ত্রণায় রীতাদেবীর ছটফটানি...থেতলে যাওয়া দেহটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাওয়া। রক্তে মাখামাখি গোটা কামরা। কানে ভেসে আসছে বাঁচতে চাওয়ার আর্তনাদ। 
স্ত্রীকে হারিয়ে একই আর্তনাদ স্বাধীন বাগদির গলাতেও। মাঝে মধ্যেই গুমরে কেঁদে উঠছিলেন তিনি। আর বলে যাচ্ছিলেন—‘রীতাও আমাদের সঙ্গে ফিরছিল। হঠাৎ বিকট আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই সবাই কামরার ভিতর এদিক ওদিক ছিটকে পড়ছেন। রীতা কোথায় পড়ল খুজছিলাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কিছু পরে দেখলাম, দুমড়ে যাওয়া কামরার একটি অংশে চ্যাপ্টা হয়ে গিয়েছে রীতা। গোটা দেহ থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। দেহটা তখন নিথর!’ রাতেই পুলিস গাড়ি ও বাসে করে স্বাধীনবাবুদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু রীতার দেহ ফেরানো হবে কি না, সেই নিশ্চয়তা দিতে পারেনি পুলিস। বাড়ির আর এক সদস্য  বলছিলেন, ‘বোমা বিস্ফোরণের মতো আওয়াজ। আমরা সকলে ছিটকে পড়ি। আমার সঙ্গেই রীতা ছিল। ওর আর খোঁজ পেলাম না। যখন পেলাম তখন সব শেষ!’ 

4th     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ