বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

‘ইডি চালাচ্ছে বিজেপি নেতা, ফোনটা দেখুন’
বিস্ফোরক কুন্তল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বিস্ফোরক মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। শুক্রবার তিনি এক বিজেপি নেতাকে নিশানা করেন। এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালত থেকে বেরিয়ে তাঁর অভিযোগ, এক বিজেপি নেতা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) চালাচ্ছে। তিনি বলেন, ‘মিথ্যাচারের উপর তদন্ত করছে ইডি। ওরা বিজেপির ক্যাডার হয়ে কাজ করছে। তাদের বস কিন্তু কোনও বিজেপি নেতা নন। ৩০ মে এক বিজেপি নেতা ইডির আধিকারিকদের বারবার ফোন করেছিলেন। তাঁর ফোন চেক করা হোক।’ পাশাপাশি তাঁর দাবি, সুজয়কৃষ্ণ ভদ্রকে কোনও টাকা তিনি দেননি। এখানেই অবশ্য থেমে থাকেননি কুন্তল। কোর্ট লকআপ থেকে প্রিজন ভ্যানে ওঠার পথে তিনি আরও বলেন, ‘যদি তদন্ত সঠিক পথে এগয়, তাহলে বিজেপি নেতার ঘনিষ্ঠকে গ্রেপ্তার করে দেখাক ইডি। মেদিনীপুর, মালদহের লোকেদের আড়াল করার চেষ্টা চলছে। ...ইডিকে দেওয়া আমার ১ ফেব্রুয়ারির বয়ান নিয়ে নোংরামো চলছে। আমার সেই বয়ান সামনে আনা হোক। আদালতকে ফাঁসাচ্ছে ইডি।’
 প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দাখিল করা চার্জশিটের ব্যাখ্যা আদালতে জমা দেওয়ার কথা ছিল এদিন। কিন্তু তদন্তকারী সংস্থার তরফে আরও এক মাস সময় চাওয়া হয়। বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সিবিআইকে বলেন, ‘আপনারা অত্যন্ত ক্যাজুয়াল।’ এই ব্যাখ্যা জমা দেওয়ার জন্য সিবিআইকে ১৪ দিন সময় বেঁধে দেন। কুন্তল, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি। -ফাইল চিত্র

3rd     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ