বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বাংলায় মিশো’র মাধ্যমে
ব্যবসা ৪০ হাজার ছোট সংস্থার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-কমার্স সংস্থা মিশোর হাত ধরে ব্যবসা করছে এরাজ্যের ৪০ হাজারেরও বেশি ছোট সংস্থা। এমনটাই দাবি করলেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ধীরেশ বনসল। তাঁদের প্ল্যাটফর্ম ব্যবহার করে যাঁরা ব্যবসা করেন, তাঁরা মূলত ছোট শহরগুলি থেকে আসছেন। গত আট বছরে বিক্রেতার সংখ্যা ১১ লক্ষে পৌঁছেছে। এখানে যাঁরা পণ্য কিনছেন, তাঁরা লেনদেন পিছু গড়ে ৩০০ টাকা খরচ করছেন।
দু’বছর আগে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল মিশো। কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে সংস্থাটি মুনাফার দিকে ফিরছে বলে দাবি করেছেন ধীরেশ বনসল। তিনি বলেন, সংস্থায় গত আর্থিক বছরের শেষের দিক থেকে নগদ জোগান সদর্থক দিকে এগিয়েছে। চলতি আর্থিক বছরে আমরা লাভের মুখ দেখব বলে আশা করছি। বিক্রি বাড়িয়ে এবং খরচ কমিয়ে তা অর্জন করা সম্ভব হবে। কারণ, গত অর্থবর্ষে বিক্রিবাটা ৫০ শতাংশ বেড়েছে এবং খরচের ভার দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব হয়েছে। আগামী অর্থবর্ষে আমরা ১০ হাজার কোটি টাকার লেনদেন স্পর্শ করতে পারব বলে আশা রাখছি। বাজারে প্রথমবার শেয়ার ছাড়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। লাভজনক জায়গায় এলেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে দাবি বনসলের। 

2nd     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ