বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অস্থায়ী উপাচার্য নিয়োগ ঘিরে
বেনজির সংঘাতে রাজ্যপাল ও সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে নজিরবিহীন সংঘাতে জড়াল সরকার এবং রাজভবন। কলকাতা, যাদবপুর, কল্যাণী, সংস্কৃতসহ ১০টি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এই খবর পেয়েই এটাকে একতরফা নিয়োগ বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকী, প্রার্থীদের সেই নিয়োগ প্রস্তাব প্রত্যাখানেরও আর্জি জানিয়েছেন তিনি। ব্রাত্যর দাবি, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পরামর্শও নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার রাতে রাজভবনে বহু সিনিয়র অধ্যাপককে ডেকে পাঠান রাজ্যপাল। তাঁরা অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণে ইচ্ছুক কি না, তা জানতে চাওয়া হয়। তার ভিত্তিতে এদিন যাদবপুরে অমিতাভ দত্ত (এখানকার সহ-উপাচার্য), কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ডিনের দায়িত্বপ্রাপ্ত শান্তা দত্তকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগের চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাজকুমার কোঠারিকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার চিঠি দেওয়া হয়েছে। আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে।
তবে এখনই শিক্ষামন্ত্রীর আহ্বান নিয়ে কথা বলতে রাজি নন রাজ্যপালের চিঠি পাওয়া অধ্যাপকরা। অমিতাভ দত্ত বলেন, ‘রাজ্যপালের চিঠি পেয়েছি। শিক্ষামন্ত্রী যা বলেছেন তা জেনে মন্তব্য করতে পারব।’ রাজকুমার কোঠারি বলেন, ‘আজই চিঠি পেলাম। কোনও বিতর্কে ঢুকতে চাই না। এখনও কী করব, কী করব না, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিইনি।’ 
দেখা গিয়েছে, উপাচার্য হিসেবে যাঁদের মেয়াদ শেষ হয়েছে, তাঁদের পুনর্নিয়োগের পথে সেভাবে হাঁটেননি রাজ্যপাল। বরং, নতুন মুখই বেছে নিয়েছেন। এদিকে, বৃহস্পতিবার সকালেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্যরা একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন কলকাতা প্রেস ক্লাবে। সেখানে তাঁরা রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

2nd     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ