বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নিতে সিনিয়র
অধ্যাপকদের ডাক পড়ল রাজভবনে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবারই রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হল। তবে বুধবার রাত পর্যন্ত কারও মেয়াদ বৃদ্ধি হয়নি কিংবা কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগেরও খবর মেলেনি। কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের এদিন রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সুরঞ্জন দাশের মেয়াদ শেষ হওয়ার পর সেখানকার এক অস্থায়ী ডিনকে বুধবার ডেকে পাঠানো হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকেও ইংরেজি বিভাগের একজন সিনিয়র অধ্যাপক রাজভবনে গিয়েছিলেন। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্থায়ী উপাচার্য হিসেবে তাঁরা দায়িত্ব গ্রহণে ইচ্ছুক কি না। রাজ্য সরকার স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের নয়া অর্ডিন্যান্স জারি করেছে। তবে সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগ একটি সময়সাপেক্ষ ব্যাপার। তার আগে কার্যভার সামলানোর জন্য সিনিয়র অধ্যাপকদের দায়িত্ব দিতে চাইছে রাজভবন।

1st     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ