বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

তদন্তে টালবাহানা, হুমকি ব্রিজভূষণেরও
কুস্তিগির-হেনস্তায় উত্তাল দেশ   

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন হেনস্তা কাণ্ডে জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে উত্তাল গোটা দেশ। আন্দোলনরত কুস্তিগিরদের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার এই ইস্যুতে যোগীরাজ্য উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে কিষান মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন কৃষকরা। আন্দোলনকারী কুস্তিগিরদের একাংশ সেখানে হাজির থাকবেন। হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লির চাষিদের পাশাপাশি সমাবেশে শামিল হবেন খাপ পঞ্চায়েতের নেতারাও। পাঁচদিনের মধ্যে কুস্তিগিরদের দাবি না মানা হলে দিল্লিতে দুধ-সব্জির জোগান বন্ধের হুমকি দিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। সব মিলিয়ে চাপ বাড়ছে মোদি সরকার তথা বিজেপির উপর। তার জেরেই দিল্লির রাস্তায় পুলিসের হাতে কুস্তিগিরদের হেনস্তার পর এদিন প্রথম মুখ খুলেছে মোদি সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন, দিল্লি পুলিসের তদন্ত শেষ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এমন কোনও পদক্ষেপ নেবেন না, যাতে খেলা ও ক্রীড়াবিদ উভয়েরই ক্ষতি হয়।
তা সত্ত্বেও ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিসের টালবাহানা অব্যাহত। এদিন সকালে পুলিস সূত্রে জানা যায়, মহিলা কুস্তিগিতদের দায়ের করা যৌন হেনস্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে যথেষ্ট প্রমাণ মেলেনি। আগামী ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা পড়বে। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে ক্ষোভ চরমে ওঠে। তারপরই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামে দিল্লি পুলিস। টুইটারে তারা জানায়, প্রমাণ না মেলার খবর ভুল। সংবেদনশীল মামলাটির তদন্ত চলছে। কিন্তু এক ঘণ্টার মধ্যে সেই টুইটও মুছে দেওয়া হয়। পরে পুলিসের এক মুখপাত্র সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে জানান, মহিলা কুস্তিগিরদের দায়ের করা মামলায় এখনও বিবেচনাধীন। স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। পুলিসের টুইট মুছে দেওয়া নিয়ে চরম জলঘোলা শুরু হয়েছে। কেন এই কাজ, তার কোনও ব্যাখ্যা মেলেনি।
কিন্তু পুলিসের এহেন টালবাহানার মধ্যেই কুস্তিগিরদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ব্রিজভূষণ। আন্দোলনকারীদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। একটিরও প্রমাণ দিতে পারলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। কুস্তিগিরদের কাছে কোনও প্রমাণ থাকলে আদালতে জমা দিক। যে কোনও শাস্তির জন্য প্রস্তুত রয়েছি।’ আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায় মেডেল ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কুস্তিগিররা। কিন্তু, শেষ মুহূর্তে কৃষক নেতা নরেশ টিকায়েতের হস্তক্ষেপে তা স্থগিত রাখা হয়। এদিন তা নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন ব্রিজভূষণ। অন্যদিকে, আগামী ৭ জুন এই ইস্যুতে জেনারেল বডি মিটিংয়ের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।
কুস্তিগিরদের উপর হেনস্তার প্রতিবাদে বুধবার কলকাতায় ক্রীড়াবিদদের নিয়ে মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। -নিজস্ব চিত্র

1st     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ