বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রবিবার পুলিস কনস্টেবল পদের 
পরীক্ষা, চলবে বাড়তি ট্রেন-বাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার কলকাতা পুলিসের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা। জানা গিয়েছে, কয়েক লক্ষ পরীক্ষার্থী সেদিন পরীক্ষায় বসবেন। এই বিরাট সংখ্যক যুবক-যুবতী যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। তাই রেলের তরফে রবিবার বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ছুটির দিন হলেও পরীক্ষার জন্য রবিবার অতিরিক্ত ট্রাম-বাস চালানো হবে বলে পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে বিশেষ পরিষেবা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিভিশনে রবিবার ছুটির দিনে অপেক্ষাকৃত কম সংখ্যক ট্রেন চলে। কিন্তু কলকাতা পুলিসের এই পরীক্ষার জন্য সপ্তাহের ব্যস্ত দিনের মতোই ট্রেন পরিষেবা মিলবে। শিয়ালদহ ডিভিশনে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা মিলবে। 
অন্যদিকে, পরিবহণ দপ্তরের তরফে বৃহত্তর কলকাতায় রবিবার বাড়তি এসি ও নন-এসি বাস নামানো হবে। অফিস-কাছারি বন্ধ থাকার জন্য সাধারণত রবিবার অপেক্ষাকৃত কম বাস চলে। কিন্তু ওইদিন পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে অতিরিক্ত বাস ও ট্রাম রাস্তায় নামানো হবে। বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকেও আবেদন করা হয়েছে বাড়তি পরিষেবা দেওয়ার। 

1st     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ