বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির কাজে
তৎপর হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার নবান্ন সভাঘরের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির কথা বললেন ফের একবার। সূত্রের খবর, ওই রুদ্ধদ্বার বৈঠকে আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় এই বিষয়টিও গুরুত্ব পায়। জেলার সংখ্যা বাড়লে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। মানুষ হাতের কাছেই পাবেন বিভিন্ন উন্নত পরিষেবা। কিছু ক্ষেত্রে আর্থিক বরাদ্দও বাড়বে। মুখ্যমন্ত্রী এই কারণগুলি তুলে ধরেই জেলার সংখ্যা বৃদ্ধির উপর জোর দেন। বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওই রাজ্যের জনসংখ্যা আমাদের চেয়ে কম, কিন্তু জেলার সংখ্যা ৩৮।’ তাই বাংলায় জেলার সংখ্যা বাড়ানোর জন্য মমতা শীর্ষ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। 
এর আগে আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম এবং বর্ধমান ভেঙে একটি নতুন জেলা সৃষ্টি হয়। তারপর ২০২২ সালের ২ আগস্ট আরও সাতটি নতুন জেলা তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রস্তাবিত জেলাগুলি হল—বসিরহাট, ইচ্ছামতী, সুন্দরবন, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। 
এই জেলাগুলি তৈরির কাজ ছ’মাসের ভিতরে শেষ হবে বলে সেইসময় রাজ্যের তরফে জানানো হয়। প্রশাসনিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এদিনের বার্তার পর সেই পরিকল্পনা রূপায়ণে গতি আসবে। তবে আরও কিছু নতুন জেলা সৃষ্টির প্রস্তাব আগামী দিনে আসে কি না, সেদিকেও তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

1st     June,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ