বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

চন্দ্রিমা ভট্টাচার্কে নীতি আয়োগের বৈঠকে
যোগ দেওয়ার অনুমতি দিল না মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা বিরুদ্ধে সরব হওয়া এড়াতে চন্দ্রিমাকে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দিল না মোদি সরকার। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের দাবি তুলে ধরে সেই বৈঠকে বাংলার প্রতিনিধি হিসেবে রাজ্যের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী এবং অর্থসচিব মনোজ পন্থের নাম পাঠিয়েছিল নবান্ন। রাজ্যের এই অনুরোধ খারিজ করে দিল কেন্দ্র। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পাঠানো হয়েছিল এই তিনজনের নাম। এদিনই কেন্দ্র পাল্টা ইমেল পাঠায়। যাতে পরিষ্কার ওয়ান লাইনার লিখে পাঠিয়েছে - "CM is requested to attend the meeting of Niti Ayog"। রাজ্যের যেহেতু প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা ছিল, সেই কারণেই মুখ্যমন্ত্রীর যাওয়া বাতিল হওয়ার পরেও ড্রাফট তৈরি কাজ চলছিল। গতকালই দুপুরে নবান্নের শীর্ষ মহল এই তিনজনকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী চিঠি/ইমেল পাঠানো হয় কেন্দ্রকে। যা কালই খারিজ করে দিয়েছে কেন্দ্র। যে ড্রাফট তৈরি হয়েছে তাতে বিস্তারিত ভাবে রাজ্যে ১.১৫ লক্ষ কোটি টাকা বকেয়ার হিসাব দেখানো হয়েছে। তোলা হয়েছে ১০০ দিনের এবং আবাস যোজনার কথাও। এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রের বঞ্চনা নিয়ে আমরা সরব হব। এটা বুঝতে পেরেই আমাদের এড়ানোর কৌশল কেন্দ্রের। ওরা বলছে মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল। আমরা বলছি, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে যাচ্ছি। কিন্তু সেটাতেও বাঁধা দেওয়া হচ্ছে।

26th     May,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ