বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

দুর্নীতির সমুদ্রে হাবুডুবু খাচ্ছি
সিবিআই রিপোর্টে ফের
অখুশি বিচারপতির মন্তব্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ২০১৪-র টেটের ওএমআর সরবরাহের জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই। যদিও সিবিআইয়ের রিপোর্টে এদিনও সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রিপোর্টে সিবিআই বলেছে, মানিক ভট্টাচার্য জানিয়েছেন ২০১৪-র টেটের ওএমআর সরবরাহের জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। বোর্ডের প্রাক্তন সভাপতি আরও জানিয়েছেন, ২০১২ সালের টেটের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সেখানেই প্রথম বরাত পায় এস বসু রায় অ্যান্ড কোম্পানি। ভালো কাজ করায় এবং অন্য কেউ টেন্ডার জমা না দেওয়ায় ফের ওই সংস্থাকেই বরাত দেওয়া হয়। এই বাবদ ১০ লক্ষ টাকা অগ্রিমও দেওয়ার হয় তাদের। 
রিপোর্টে বিশেষ কোনও তথ্য উঠে না আসায় কার্যত ভর্ৎসনার সুরে বিচারপতি বলেন, ‘এটা কোনও জিজ্ঞাসাবাদ হয়েছে? এর থেকে তো আমি ভালো জিজ্ঞাসাবাদ করি। এটা কোনও জিজ্ঞাসাবাদ!’ এই প্রসঙ্গেই বিচারপতি আরও বলেন, ‘এত ভূরি ভূরি অনিয়মের অভিযোগ আসছে এবং আদালতের কাছে এত তথ্য প্রমাণ আছে, যার ভিত্তিতে ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়াই খারিজ করে দেওয়া যায়। কিন্তু একজনও বৈধ প্রার্থী ক্ষতিগ্রস্ত হলে আমার ভালো লাগবে না।’ এই দুর্নীতিকে আড়াল করতে কিছু দালাল বাজারে ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতি। টেন্ডার ছাড়া কীভাবে একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। এরপরই মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিচারপতি বলেন, ‘দুর্নীতির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। সিবিআই তো কিছুই করছে না। তারা তো জানেও না পিছনের দরজা দিয়ে কোন কাজ হয়েছে। এই সরকারের শিক্ষা দপ্তর কী করে এই দুর্নীতি দেখেও তাদের চোখ বন্ধ করে রাখল, তা ভেবে আমি বিস্মিত।’ যদিও এদিন কোনও নির্দেশ দেননি বিচারপতি। এপ্রিলের প্রথম সপ্তাহে একসঙ্গে মামলাগুলির শুনানির পর এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ