বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

সাতবারের সাংসদকে সংবিধান শেখাবেন না
মমতার নিশানায় বিরোধী-সমালোচকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসা নিয়ে বিরোধী সমালোচনার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধর্না মঞ্চে দৃশ্যত ক্ষুব্ধ মমতা বলেন, আমি নাকি ধর্নায় বসতে পারব না। আমি জানি না, এখন নতুন কোনও দয়ার সাগরের জন্ম হয়েছে কি না! যারা সংবিধান নিয়ে আমায় জ্ঞান দিচ্ছে। সাত বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আমাকে সংবিধান শেখাবে! যারা মা-বোনদের সম্মান দিতে পারে না, তারা নাকি সংবিধান শেখাবে।’ এই পর্বেই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘রাজ্যের দাবি আদায়ে মুখ্যমন্ত্রী হয়ে জয়ললিতাও ধর্ণায় বসেছিলেন। যদি প্রয়োজন পড়ে, তাহলে প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও বসতে পারি। এতটাই হিম্মত আছে আমার!’ ধর্না কর্মসূচির সূচনা করে এদিন প্রথমেই মমতা জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন, তৃণমূল সুপ্রিমো হিসেবে বসেছেন। রাজ্যের দাবি আদায়ে শাসকদলের পক্ষ থেকে সোচ্চার হয়েছেন তিনি। 
নাম না করলেও, সরকারি কর্মচারীদের অবস্থান এবং সেখান থেকে তাঁকে নানা ‘জ্ঞান’ বিতরণ প্রক্রিয়াকেও নিশানায় বিঁধেছেন মমতা। বলেছেন, ‘চোর, ডাকাতগুলো যারা চিরকুটে চাকরি পেয়েছিল, তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে। বিজেপির একজন গুন্ডা বলছে, রাম নবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল করবে। আমরা আটকাব না।’এই পর্বেই তাঁর হুঁশিয়ারি—‘কিন্তু এটাও জেনে রাখুন, যদি সংখ্যালঘু এলাকায় গিয়ে কোনও হাঙ্গামা পাকানোর চেষ্টা হয়, তাহলে কিন্তু ছেড়ে কথা বলব না। আইনত ব্যবস্থা নেব।’
১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বন্ধ রয়েছে আবাস যোজনার টাকাও। ১৪ বার অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠিয়েও কোনও লাভ হয়নি। সেই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, ’চারবার ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছি। আর আজকে ২৭ ধারা দেখাচ্ছে (নারেগা আইনের যে ধারায় টাকা আটকেছে কেন্দ্র)!’ কটাক্ষের সুর এবার তাঁর গলায়, ‘তোমার এখন ক্ষমতা আছে, তাই ধারা দেখাচ্ছ! কিন্তু জেনে রেখে দাও, ২৪’এ দেশের জনগণ তোমাদের ৪২০ ধারা দেখিয়ে দেবে।’ 

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ