বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

মমতার ধর্না মঞ্চে নজর কাড়ল প্রতীকী 
ওয়াশিং মেশিন ও ‘নন্দলাল’ স্লোগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে টানা ৩১ ঘণ্টা ধর্নায় বসেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু কেন্দ্রীয় বঞ্চনা নয়, কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী ইস্যু নিয়ে এদিন দফায় দফায় চমক ধরা পড়ল রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনের ধর্না মঞ্চে। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত— সমস্ত ইস্যুতেই অভিনব কায়দায় প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। 
এদিন দুপুর ১২টায় ধর্না মঞ্চে এসে পৌঁছন মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ রায়, ইন্দ্রনীল সেন, প্রদীপ মজুমদার, মানুষ ভুঁইয়া সহ একাধিক নেতা, মন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, সাবিনা ইয়াসমিন সহ মহিলা মন্ত্রীরা ছিলেন মুখ্যমন্ত্রীর পাশে। 
তবে এদিনের নজরকাড়া বিষয় হল প্রতীকী ওয়াশিং মেশিন। উপরে লেখা বিজেপি ওয়াশিং মেশিন। ২০২১ সালের নির্বাচনের আগে দলবদলুদের কটাক্ষ করতে প্রথম এই ওয়াশিং মেশিন কথাটি ব্যবহার করেছিলেন মমতা। কটাক্ষের শুরুতে তিনি বলেছিলেন, বিজেপি আসলে একটি ওয়াশিং মেশিন পার্টি। সেখানে গেলেই সব দোষ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাঁদের আর ইডি সিবিআই ধরে না। আর এদিন ধর্না মঞ্চে প্রতীকী ওয়াশিং মেশিন ব্যবহার করে সেটাই করে দেখালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সঙ্গে একটি ওয়াশিং পাউডারের বিখ্যাত বিজ্ঞাপনের গানের সুরে গাইলেন জিঙ্গলস,  ‘ওয়াশিং মেশিন ভাজপা। কালো হল সাদা। এটাই বড় ফায়দা। গদ্দার হল সাদা। এটাই হল ফায়দা।’ তাঁর সঙ্গে  গলা মেলালেন ফিরহাদ হাকিম, দোলা সেন সহ মঞ্চে উপস্থিত সকলে। 
এখানেই শেষ নয়, এদিনের মঞ্চে নতুন চমক ছিল ‘বলো কী নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল...’ স্লোগান। মঞ্চের দু’ধারে এবং রেড রোডের দু’পাশে লাগানো হয়েছে রান্নার গ্যাসের আদলে নানা কাট আউট। তাতেই কালো কালিতে লেখা হয়েছে এই স্লোগান। একাধিকবার মমতা সহ অন্যান্য নেতা-মন্ত্রীর গলায় শোনা গিয়েছে এই স্লোগান। রাজ্য সরকার বাংলার ১০ কোটি মানুষকে খাদ্যসাথী প্রকল্পের অধীন বিনামূল্যে চাল দেয়। মমতা বলেন, সেই চাল ফোটাতে মোদি সরকারের দয়াতে ১১৪৯ টাকায় গ্যাস কিনে তা রান্না করতে হয়। এভাবেই তিনি রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। 
এদিন সকালে ধর্না মঞ্চে পৌঁছেই প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মমতা। সারাক্ষণ তাঁর সঙ্গে ছিল সংবিধানের একটি বই। তিনি পরিষ্কার করে দেন যে, এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে দলই,  রাজ্য সরকার নয়।

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ