বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কৃষি বিশ্ববিদ্যালয়ে 
ডিএ নিয়ে বিক্ষোভ

সংবাদদাতা, কল্যাণী: শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের একাংশকে সরকারের ঘোষিত ৩ শতাংশ ডিএ না দেওয়ার অভিযোগ উঠল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি) কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার এই অভিযোগে বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল ও ক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া কো-অর্ডিনেটর রিসার্চ প্রজেক্টের (এআইসিআরপি) অধীন শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা। অভিযোগ, এই বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে তাঁর ঘরের মধ্যেই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন কিছু কর্মচারী। এআইসিআরপির অধীনে বিশ্ববিদ্যালয়ে ২৫টি প্রজেক্ট চলেছে। সেখানে ৫৩ জন শিক্ষক ও প্রায় ৬০ জন অশিক্ষক কর্মচারী রয়েছেন। ওই প্রজেক্টের শিক্ষক অধ্যাপক জয়ন্ত তরফদার বলেন, সরকারের ঘোষিত ডিএ বিশ্ববিদ্যালয় কর্মীদের একাংশ পাবেন, আর একাংশ পাবেন না সেটা হতে পারে না। আমরা সেই বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তাঁর ঘরে উপস্থিত কয়েকজন আমাদের সঙ্গে অত্যধিক দুর্ব্যবহার করেন। এই ঘটনা সম্ভবত বেনজির। এই বিষয়ে উপাচার্য অধ্যাপক শুভেন্দুবিকাশ গোস্বামী বলেন, ম্যাচিং অর্ডার পাওয়ার জন্য অর্থদপ্তরের সঙ্গে কথা হচ্ছে। মার্চের মধ্যেই হয়ে যাবে। হেনস্তা করার জন্যই ওঁরা আমার ঘরে প্রবেশ করেন। তিনজনকে আসতে বলা হলেও প্রবেশ করেন একসঙ্গে অনেকে!

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ