বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

অ্যাডিনো পরিস্থিতির কারণ খুঁজতে গিয়ে 
চাঞ্চল্যকর ‘আবিষ্কার’ এন আর এসের
মায়ের দুধ পায়নি শিশুরা, হয়নি নিয়মিত টিকাকরণও

বিশ্বজিৎ দাস, কলকাতা: অ্যাডিনো এবং অন্যান্য শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত শিশুদের তিন ভাগের  দু’ভাগকে প্রথম ছ’মাস সম্পূর্ণভাবে মায়ের দুধ খাওয়ানো হয়নি। জন্মের পর  ছ’মাস শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ খাওয়ানোর এই নিয়মকে চিকিৎসা পরিভাষায় বলা হয় ‘এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং’। দেখা যাচ্ছে, আক্রান্ত শিশুদের ৬৩ শতাংশ জন্মের পর থেকে ঠিকমতো মায়ের দুধ পায়নি। মাত্র ৩৭ শতাংশ শিশুর ‘এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং’ ঠিকঠাক হয়েছে। অ্যাডিনো পরিস্থিতি কেন তৈরি হল, তার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতাল। চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত এন আর এসের  শিশু বিভাগের প্রায় ১০০টি বাচ্চাকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে, এই ১০০ জনের মধ্যে ন’টি শিশু সংক্রমণজনিত শ্বাসকষ্টে মারা গিয়েছে। প্রত্যেকেরই বয়স ছিল এক বছরের মধ্যে। প্রত্যেকেই ভুগছিল অ্যাডিনো সহ একাধিক ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণে। উল্লেখযোগ্য বিষয় হল, তাদের প্রত্যেকেই প্রথম ছ’মাস সম্পূর্ণভাবে মায়ের দুধ পায়নি। আর একটি উদ্বেগের বিষয় হল, আক্রান্ত শিশুদের প্রতি তিন জনের মধ্যে দু’জনের  ঠিকমতো টিকাকরণও হয়নি। মাত্র ৩২ শতাংশ বাচ্চা  সময়মতো ঠিকঠাক টিকা পেয়েছে। ৫৫ শতাংশের কোমরবিডিটি বা অন্যান্য অসুখ-বিসুখ ছিল। ৪৫ শতাংশের সেটুকুও ঠিকঠাক ছিল না। আগে থেকে যে শিশুরা অসুস্থ ছিল, তাদের বেশিরভাগই ভুগছিল হার্টের অসুখে। প্রায় ৪০ শতাংশ শিশুর ওজন কম ছিল। এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের সদ্যোজাত শিশুরোগ বিভাগের প্রধান ডাঃ অসীম মল্লিক বলেন, বাচ্চাদের অভিভাবক-অভিভাবিকাদের আমরা পইপই করে বলি, প্রথম ৬ মাস অবশ্যই সম্পূর্ণভাবে মায়ের দুধ খাওয়াবেন। টিকাকরণের চার্ট মেনে প্রত্যেকটি টিকা দিতে হবে। এগুলি বেসিকস। প্রাথমিক এবং প্রধান কর্তব্য। এ বছর অ্যাডিনো এবং শ্বাসকষ্টের অন্যান্য সংক্রমণের হয়তো বাড়াবাড়ি হয়েছিল। কিন্তু নিঃসন্দেহে তাতে অনুঘটকের ভূমিকা পালন করেছে এই প্রাথমিক নিয়মগুলি না মানা। এনআরএসের শিশু বিভাগের সিনিয়র রেসিডেন্ট  ডাক্তার বিলকিস ইসলাম বলেন, চাঞ্চল্যকর কয়েকটি তথ্য উঠে এসেছে আমাদের সমীক্ষায়। আশা করি, নীতি নির্ধারকদের নজর পড়বে এই সমীক্ষার ফলাফল।

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ