বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

রাজভবন ঘুরে দেখতে পারবেন
সাধারণ মানুষও, চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজভবন ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। পড়ুয়াদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। রাজভবনের তরফে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজভবনকে কেন্দ্র করে ঔপনিবেশিক শাসনের যে স্মৃতি, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাতে ইতি টানতেই এই উদ্যোগ। আগামী এপ্রিল থেকেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে রাজভবন সূত্রে খবর। গত ২৭ এবং ২৮ মার্চ রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে এই পরিষেবা চালুর ব্যাপারে একটি প্রতীকী ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। 
সূত্রের খবর, রাজভবনে ‘হেরিটেজ ওয়াক’-এর ব্যবস্থা করা হচ্ছে। থাকবেন প্রশিক্ষিত গাইডও। তাঁরা জনসাধারণকে রাজভবনের বিভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্যগুলি ঘুরিয়ে দেখাবেন। যেমন, নানকিং থেকে নিয়ে আসা ১৮৪৩ সালের একটি চিনে কামানের ঐতিহাসিক গুরুত্ব মানুষ জানতে পারবেন। রাজভবনের দোতলার একাংশও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হতে পারে। রাজভবনের গ্রন্থাগারটি সাধারণকে ব্যবহারের অনুমতিও দেওয়া হতে পারে। সামগ্রিক এই কর্মকাণ্ড যৌথভাবে রূপায়ণ করছে জাতীয় জাদুঘর এবং ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স কর্তৃপক্ষ। এমনকী, এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজভবনে ঢুকতে গেলে নাগরিকদের  কীভাবে এবং কোথায় আবেদন করতে হবে, এখনও ঠিক হয়নি। শীঘ্রই তা জানানো হবে।

30th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ