বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পঞ্চায়েত নির্বাচনে কাকে  প্রার্থী হিসেবে
চান, ফেসবুক পেজে আহ্বান অভিষেকের
ঘুম উড়েছে অস্বচ্ছ ভাবমূর্তির নেতাদের

সংবাদদাতা, বজবজ: ‘কাকে আপনার এলাকায় পঞ্চায়েতে প্রার্থী করতে চান? সরাসরি আমাকে এই মোবাইল নম্বরে জানান’। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে আম জনতার কাছে আবেদন রাখায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের দলীয় নেতাদের একাংশের রাতের ঘুম উবে গিয়েছে। এদিকে, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ফেসবুক পেজে বজবজ ১ ও ২ থেকে শুরু করে অধিকাংশ অঞ্চল থেকে প্রার্থী হিসেবে নতুন নতুন নাম উঠে এসেছে। গত পঞ্চায়েত নির্বাচনের পর যাঁরা এতদিন প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ক্ষমতা ভোগ করেছেন, তাঁদের স্বচ্ছতা বা অস্বচ্ছতার বিস্তারিত তথ্য অভিষেকের ফেসবুক পেজে চলে এসেছে।
আম জনতার এই রিপোর্টই ভাবাচ্ছে ক্ষমতাসীন নেতাদের। তাঁদের ধারণা ছিল, ঠিক-ভুল যাই করুক না কেন, দাপুটে নেতা হওয়ায় গতবারের মতো এবারও ঘাসফুল শিবির প্রার্থী করবে তাঁদের। এখানেই বাদ সেধেছে ওই রিপোর্ট। তাতে কী আছে, কোন নেতার নামে অভিযোগ রয়েছে, একে-ওকে ধরে তা জানার চেষ্টা করছেন তাঁরা। তাই নিজের নাম প্রস্তাবের আগে দশবার ভাবছেন তাঁরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এমন অস্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নামে বিস্তর নালিশ জমা পড়েছে ওই ফেসবুক পেজে। যা এবার প্রার্থী বাছাইয়ে সাহায্য করবে নেতৃত্বকে। মনে করা হচ্ছে, ভাবমূর্তির কারণে পুরনোদের অনেকেই আসন্ন পঞ্চায়েত ভোটে টিকিট নাও পেতে পারেন। অভিষেক দলের সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পর কারও বিরুদ্ধে অভিযোগ দেখলেই তাঁকে সরিয়ে দিচ্ছেন।  ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। উদাহরণ, বজবজ ১ নম্বর সমিতি। সেখানকার এক কর্মাধ্যক্ষের অস্বচ্ছতার বিরুদ্ধে পোস্টার পড়েছিল। তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বজবজ ২ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতিকেও একইভাবে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠায় সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক জয়দেব হালদার, ডায়মন্ডহারবার টাউন সভাপতি অমিতকেও একইভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আর তা যে অভিষেকের নির্দেশেই হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দলের এক পদাধিকারী বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে যাচাই করেই প্রার্থীপদ দেওয়া হবে। সেকারণে ফেসবুক পেজের মাধ্যমে অভিষেক এই আহ্বান জানিয়েছেন। আম জনতার সঙ্গে দূরত্ব ঘোচাতেই এই পদ্ধতিতে জনসংযোগের রাস্তা তৈরি করলেন অভিষেক। -ফাইল চিত্র

29th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ